মসজিদুল হারামের তিন তলা থেকে লাফ দিলেন এক ব্যক্তি

সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারামে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক ব্যক্তি মসজিদের তৃতীয় তলা থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন।
বিজ্ঞাপন
তাৎক্ষণিকভাবে সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সৌদি জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে। সংস্থাটি জানায়, দ্রুত পদক্ষেপের মাধ্যমে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি মসজিদ কমপ্লেক্সের ওপরের অংশ থেকে নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাকে থামাতে এগিয়ে যান। এ সময় তাকে আটকাতে গিয়ে একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হন।
বিজ্ঞাপন
মসজিদুল হারামের নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স জানায়, ওই ব্যক্তি ও আহত কর্মকর্তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
মক্কা অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয় কিংবা বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, মসজিদুল হারাম সর্বদা কঠোর নিরাপত্তার আওতায় থাকে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা ইউনিট সার্বক্ষণিক দায়িত্ব পালন করে। অতীতেও এখানে এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। ২০১৭ সালে কাবার নিকটে এক সৌদি নাগরিক আত্মহত্যার চেষ্টা করেন। এছাড়া ২০১৮ ও ২০২৪ সালেও মসজিদুল হারামের ওপরের তলা থেকে পড়ে যাওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে।








