তরুণ সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করল ইরান

ইরানে সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া ও মৃত্যুদণ্ডে দণ্ডিত তরুণ এরফান সোলতানির ফাঁসির সাজা আপাতত স্থগিত করা হয়েছে। তার পরিবারের সদস্যদের পাশাপাশি নরওয়েভিভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও-এর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
২৬ বছর বয়সী এরফান সোলতানি (এরফান সোলায়মানি নামেও পরিচিত) পেশায় একজন দোকানব্যবসায়ী। তিনি ইরানের রাজধানী তেহরানের উপকণ্ঠের শহর কারাজে বসবাস করতেন। চলমান সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে গত ৮ জানুয়ারি নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী।
গ্রেফতারের পর মাত্র তিন দিনের মধ্যেই তার বিচার শেষ করে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। অভিযোগ রয়েছে, এই বিচারপ্রক্রিয়া ছিল অত্যন্ত সংক্ষিপ্ত ও অস্বচ্ছ।
বিজ্ঞাপন
সোলতানির পরিবারের সদস্যদের দাবি, বিচারের সময় আদালতে তার কোনো আত্মীয়স্বজন কিংবা ঘনিষ্ঠজনকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। এমনকি তার বোন, যিনি একজন নিবন্ধিত ও পেশাদার আইনজীবী, তাকেও আদালতে ঢুকতে দেওয়া হয়নি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এসব তথ্য নিশ্চিত করেছে।
এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকরের দিন নির্ধারিত ছিল গত বুধবার। তবে শেষ পর্যন্ত ওই দিন তার ফাঁসি কার্যকর হয়নি। এ বিষয়ে সোলতানির আত্মীয় সোমায়েহ সিএনএনকে বলেন, তারা নিশ্চিত হয়েছেন যে ফাঁসি কার্যকর করা হয়নি, তবে এখনো দণ্ড পুরোপুরি বাতিল করা হয়নি।
তিনি বলেন, “আমরা জেনেছি যে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে বাতিল হয়েছে কি না, সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো তথ্য পাইনি। আমরা উদ্বিগ্ন অবস্থায় পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষা করছি।”
বিজ্ঞাপন
এরপর নরওয়েভিভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও এক বিবৃতিতে জানায়, ইরানি কর্তৃপক্ষ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে। তবে কতদিনের জন্য বা কী শর্তে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে হোয়াইট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় ইরান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী দমননীতি বন্ধ হয়েছে এবং আটক বা গ্রেফতার ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও আপাতত স্থগিত রাখা হয়েছে।
বিজ্ঞাপন
ট্রাম্প আরও দাবি করেন, “আমরা নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি যে ইরান এই পদক্ষেপগুলো নিয়েছে।” তার এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিতের খবর সামনে আসে, যা আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইরানে সাম্প্রতিক আন্দোলনের পর গ্রেফতার হওয়া বহু বিক্ষোভকারীর বিচারপ্রক্রিয়া ও দণ্ড নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। সোলতানির মামলাটি সেই উদ্বেগকে আরও জোরালো করেছে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা।








