Logo

ইরানে বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ হয়েছে: ট্রাম্পের দাবি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি, ২০২৬, ১১:৪৪
ইরানে বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ হয়েছে: ট্রাম্পের দাবি
ছবি: সংগৃহীত

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী দমননীতি এবং মৃত্যুদণ্ড কার্যকর আপাতত বন্ধ করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান ও সতর্কবার্তার পরই ইরানি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৪ জানুয়ারি) ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, “আমরা নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হয়েছি যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করা হয়েছে। একই সঙ্গে আটক ও গ্রেপ্তার ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত রাখা হয়েছে।”

এর এক দিন আগে মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের জনগণকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সেই পোস্টে তিনি ইরানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ তোলেন এবং বলেন, এসব হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত তিনি কোনো ইরানি কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসবেন না।

বিজ্ঞাপন

ওই বার্তায় ট্রাম্প আরও লেখেন, “সহযোগিতা আসছে। ইরানকে আবার মহান করে তুলুন”— যা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্লোগান ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’-এর আদলে লেখা বলে আলোচনার জন্ম দেয়। তিনি বিক্ষোভকারীদের জাতীয় প্রতিষ্ঠানগুলো দখলের আহ্বানও জানান।

পরে একই দিন মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, ইরানে আন্দোলন শুরুর পর থেকে ঠিক কতজন নিহত হয়েছেন— সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো পরিসংখ্যান এখনো যুক্তরাষ্ট্রের হাতে নেই। তবে নিহতের সংখ্যা যে উল্লেখযোগ্যভাবে বেশি, সে বিষয়ে তিনি ও তাঁর প্রশাসন অবগত বলে জানান।

উল্লেখ্য, গত দুই সপ্তাহের বেশি সময় ধরে ইরানজুড়ে ব্যাপক আকারে সরকারবিরোধী আন্দোলন চলছে। সময়ের সঙ্গে সঙ্গে এই আন্দোলন আরও তীব্র ও বিস্তৃত আকার ধারণ করেছে।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, এই আন্দোলনের মূল কারণ ইরানের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা। দীর্ঘদিন ধরে লাগাতার অবমূল্যায়নের ফলে ইরানি মুদ্রা রিয়েল বর্তমানে বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে এক মার্কিন ডলারের বিপরীতে প্রায় ৯ লাখ ৯৪ হাজার ৫৫ ইরানি রিয়েল পাওয়া যাচ্ছে।

জাতীয় মুদ্রার এই ভয়াবহ অবমূল্যায়নের কারণে দেশটিতে দীর্ঘদিন ধরে চরম মূল্যস্ফীতি চলছে। খাদ্য, পোশাক, বাসস্থান ও চিকিৎসাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

এই প্রেক্ষাপটে গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন। সেই ধর্মঘট থেকেই শুরু হয় বিক্ষোভ, যা অল্প কয়েক দিনের মধ্যেই ইরানের ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

বর্তমানে আন্দোলনের ফলে দেশের স্বাভাবিক জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়েছে। বিক্ষোভ দমনে ইরানি কর্তৃপক্ষ ইতোমধ্যে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করেছে। একই সঙ্গে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।

বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত ১২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। পাশাপাশি হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

এরই মধ্যে বুধবার ইরানের কর্মকর্তারা গ্রেপ্তার বিক্ষোভকারীদের দ্রুত বিচার ও মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দিয়েছিলেন। তবে সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা এবং মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ রাখা হয়েছে।

এই দাবির সত্যতা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে এবং মানবাধিকার সংগঠনগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD