বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্র

আগামী ২১ জানুয়ারি থেকে বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় বাংলাদেশও রয়েছে। বিষয়টি বুধবার (১৪ জানুয়ারি) ফক্স নিউজ প্রকাশ করে।
বিজ্ঞাপন
প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ৭৫টি দেশের কনস্যুলার অফিসে নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, এই দেশগুলোর নাগরিকদের ভিসা আবেদন এই সময়ে অনুমোদিত হবে না, যাতে ভিসা প্রক্রিয়ার যাচাই-বাছাই পুনঃনিরীক্ষণ করা যায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন, আমরা ভিসা প্রদানের প্রক্রিয়াগুলো নতুন করে খতিয়ে দেখছি। এই সময়ে ৭৫ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ আপাতত বন্ধ থাকবে। মূলত যারা বিদেশি নাগরিক হলেও আমেরিকার সরকারি ত্রাণ বা সুবিধার ওপর নির্ভর করেন, তাদের প্রবেশ সীমিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি সরকারি সুবিধা গ্রহণকারী প্রবাসীরা বাংলাদেশি।
তালিকাভুক্ত দেশগুলো হলো- ১. আফগানিস্তান, ২. আলবেনিয়া, ৩. আলজেরিয়া, ৪. অ্যান্টিগা ও বার্বুডা, ৫. আর্মেনিয়া, ৬. আজারবাইজান, ৭. বাহামা দ্বীপপুঞ্জ, ৮. বাংলাদেশ, ৯. বার্বাডোস, ১০. বেলারুশ, ১১. বেলিজ, ১২. ভুটান, ১৩. বসনিয়া, ১৪. ব্রাজিল, ১৫. মিয়ানমার, ১৬. কম্বোডিয়া, ১৭. ক্যামেরুন, ১৮. কেপ ভার্দে, ১৯. কলম্বিয়া, ২০. আইভরি কোস্ট, ২১. কিউবা, ২২. কঙ্গো, ২৩. ডোমিনিকা, ২৪. মিসর, ২৫. ইরিত্রিয়া, ২৬. ইথিওপিয়া, ২৭. ফিজি, ২৮. গাম্বিয়া, ২৯. জর্জিয়া, ৩০. ঘানা, ৩১. গ্রেনাডা, ৩২. গুয়াতেমালা, ৩৩. গিনি, ৩৪. হাইতি, ৩৫. ইরান, ৩৬. ইরাক, ৩৭. জ্যামাইকা, ৩৮. জর্ডান, ৩৯. কাজাখস্তান, ৪০. কসোভো, ৪১. কুয়েত, ৪২. কিরগিজস্তান, ৪৩. লাওস, ৪৪. লেবানন, ৪৫. লাইবেরিয়া, ৪৬. লিবিয়া, ৪৭. মেসিডোনিয়া, ৪৮. মলদোভা, ৪৯. মঙ্গোলিয়া, ৫০. মন্টিনিগ্রো, ৫১. মরক্কো, ৫২. নেপাল, ৫৩. নিকারাগুয়া, ৫৪. নাইজেরিয়া, ৫৫. পাকিস্তান, ৫৬. কঙ্গো প্রজাতন্ত্র, ৫৭. রাশিয়া, ৫৮. রুয়ান্ডা, ৫৯. সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ৬০. সেন্ট লুসিয়া, ৬১. সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, ৬২. সেনেগাল, ৬৩. সিয়েরা লিওন, ৬৪. সোমালিয়া, ৬৫. দক্ষিণ সুদান, ৬৬. সুদান, ৬৭. সিরিয়া, ৬৮. তানজানিয়া, ৬৯. থাইল্যান্ড, ৭০. টোগো, ৭১. তিউনিসিয়া, ৭২. উগান্ডা, ৭৩. উরুগুয়ে, ৭৪. উজবেকিস্তান এবং ৭৫. ইয়েমেন।
বিজ্ঞাপন
এ সিদ্ধান্তের ফলে এই ৭৫ দেশের নাগরিকরা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে নতুন ভিসা আবেদন করতে পারবেন না, যতক্ষণ না নতুন যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সময় আরও নির্দেশনা দেওয়া হতে পারে।
সূত্র: ফক্স নিউজ








