Logo

ভেনেজুয়েলা থেকে ৫০ কোটি ডলারের তেল বিক্রি করে ফেলেছেন ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি, ২০২৬, ১৪:৫৭
ভেনেজুয়েলা থেকে ৫০ কোটি ডলারের তেল বিক্রি করে ফেলেছেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিউইয়র্কে আটক করার পর দেশটির তেল খাতে পুরো নিয়ন্ত্রণ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই ভেনেজুয়েলার তেল বিক্রিও শুরু করেছেন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জানায়, প্রথম চালান হিসেবে তেল বিক্রি হয়ে গেছে ৫০ কোটি ডলারে।

সেনা অভিযান ও আটক: গত ৪ জানুয়ারি ভোরে কারাকাসে মার্কিন সেনারা অভিযান চালিয়ে মাদুরো দম্পতিকে সরকারি বাসভবন থেকে তুলে নিয়ে আসে। বর্তমানে তারা নিউইয়র্ক ফেডারেল কারাগারে বন্দি আছেন। মার্কিন প্রশাসনের দাবি, তাদের বিরুদ্ধে মাদক সরবরাহের অভিযোগে বিচার চলবে।

বিজ্ঞাপন

তেলের চালান ও বিক্রয়: মাদুরো এবং তার স্ত্রীকে আটক করার তিন দিন পর, ৭ জানুয়ারি ট্রাম্প ঘোষণা দেন যে ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রে আসবে। প্রথম চালান হিসেবে ৩–৫ কোটি ব্যারেল তেল আনা হয়েছে। এই প্রথম চালানের তেল বিক্রি হয়েছে ৫০ কোটি ডলারে।

বিনিয়োগের পরিকল্পনা: ৯ জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউসে মার্কিন তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তিনি আশা প্রকাশ করেন যে ভেনেজুয়েলার তেল খাতে অন্তত ১০০ ডলারের বিনিয়োগ আসবে। তবে, অ্যাপসন মোবিলের শীর্ষ কর্মকর্তা ড্যারেন উডস জানাচ্ছেন, বর্তমান পরিস্থিতিতে সেখানে বিনিয়োগ করা প্রায় অসম্ভব, কারণ আইনগত ও বাণিজ্যিক ফ্রেমওয়ার্ক সম্পূর্ণ নয়।

বিজ্ঞাপন

ভেনেজুয়েলার তেল পরিস্থিতি: ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার সবচেয়ে তেলসমৃদ্ধ দেশ। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (EIA) জানিয়েছে, দেশটিতে প্রায় ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল মজুত রয়েছে। বিশ্বের মোট মজুত তেলের প্রায় এক পঞ্চমাংশই এখানে আছে।

তবে উৎপাদন খুবই কম—প্রতিদিন মাত্র ১০ লাখ ব্যারেল। আন্তর্জাতিক বাজারে প্রতিদিন সরবরাহিত অপরিশোধিত তেলের মাত্র ০.৮% আসে ভেনেজুয়েলা থেকে। তেলটি ভারী ও ঘন, যা পরিশোধনের ক্ষেত্রে বিশেষ যত্নের প্রয়োজন। এ থেকে ডিজেল, অ্যাসফল্ট এবং অন্যান্য ভারী জ্বালানিপণ্য তৈরি করা সম্ভব।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD