ইরানে সরকার পতনের আন্দোলন ঘিরে যুক্তরাজ্যের নতুন পদক্ষেপ

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন ও সশস্ত্র বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতের কারণে যুক্তরাজ্য নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে ব্রিটিশ নাগরিকদের জন্য ইরানে ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (১৪ জানুয়ারি) জানায়, নিরাপত্তাজনিত কারণে দূতাবাসের সব কর্মকর্তা ও কর্মী দূর থেকে পরিচালনা করা হবে, পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম শুরু হবে।
বর্তমানে ইরানে থাকা নাগরিকদের সতর্ক করা হয়েছে নিজেদের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকা ও ঝুঁকি এড়িয়ে চলার জন্য।
বিজ্ঞাপন
আন্দোলনের পটভূমি: দুটি সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। প্রধান কারণ অর্থনৈতিক সংকট ও ভয়াবহ মূল্যস্ফীতি, যার ফলে খাদ্য, বাসস্থান ও চিকিৎসাসেবা পেতে সাধারণ জনগণ হিমশিম খাচ্ছেন।
ডিসেম্বরের শেষে তেহরানের বাজারে ধর্মঘট থেকে বিক্ষোভ শুরু, কয়েক দিনের মধ্যে ৩১টি প্রদেশে ছড়িয়ে পড়ে, সরকারি ভবনে আগুন, জাতীয় পতাকা ক্ষতিগ্রস্ত, সরকারপন্থি জানায়, বিক্ষোভের পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থন।
বিজ্ঞাপন
সংঘাত ও নিহতের সংখ্যা: বিক্ষোভ দমনে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ, পুলিশ ও সেনা মোতায়েন। পশ্চিমা মিডিয়া ও মানবাধিকার সংস্থা অনুযায়ী, ইতিমধ্যে ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।








