Logo

ভূমিধসে ইন্দোনেশিয়ায় নিহত ২৩, নিখোঁজ ৪২

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ জানুয়ারি, ২০২৬, ১৬:০৫
ভূমিধসে ইন্দোনেশিয়ায় নিহত ২৩, নিখোঁজ ৪২
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভয়াবহ ভূমিধসে অন্তত ২৩ জন মেরিন সেনা নিহত হয়েছেন। নৌবাহিনীর মুখপাত্র ফার্স্ট অ্যাডমিরাল টুঙ্গগুল জানিয়েছেন, শনিবার সামরিক মহড়ায় অংশ নেওয়ার সময় তারা ভূমিধসে আটকা পড়েন।

বিজ্ঞাপন

স্থানীয় সময় গত শনিবার ভোরে পশ্চিম জাভার বান্দুং বারাত জেলার পাসির লাঙ্গু গ্রামে টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস নামলে এই দুর্ঘটনা ঘটে। ওই গ্রামটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিধসে মোট মৃতের সংখ্যা এখন ২০ জনে পৌঁছেছে এবং এখনও ৪২ জন নিখোঁজ রয়েছেন। তবে মৃতদের মধ্যে সেনারা আছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযানে অন্তত ৮০০ উদ্ধারকর্মী, সেনা ও পুলিশ সদস্য এবং নয়টি এক্সকাভেটর অংশ নিচ্ছে।

বিজ্ঞাপন

ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার ৬৮৫ জন বাসিন্দাকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বর্ষা মৌসুমে ভূমিধস ও বন্যার ঘটনা প্রায়ই ঘটে থাকে। সম্প্রতি সুমাত্রা দ্বীপেও ঘূর্ণিঝড় ও ভূমিধসে এক হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটে এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়। এই দুর্যোগটি আবারও ইন্দোনেশিয়ার বর্ষাকালীন প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকিকে তুলে ধরল। উদ্ধারকাজ তত্পরতার সঙ্গে চলছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD