Logo

বছরে পাঁচ কোটি আয়, তবু কেন ঝাড়ুদারের কাজ করেন এই ব্যক্তি?

profile picture
জনবাণী ডেস্ক
৩ অক্টোবর, ২০২৫, ১৫:৩৪
27Shares
বছরে পাঁচ কোটি আয়, তবু কেন ঝাড়ুদারের কাজ করেন এই ব্যক্তি?
ছবি: সংগৃহীত

বছরে প্রায় পাঁচ কোটির বেশি টাকা আয় করেন এক ব্যক্তি, তবু নিয়মিত করেন ঝাড়ুদারের কাজ! শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনাটি একেবারে সত্য।

বিজ্ঞাপন

জাপানের রাজধানী টোকিওতে বসবাসরত কোশি মাতসুশোবারা নামের (৫৬) এ মানুষটি বিনিয়োগ আর ভাড়া থেকে বিপুল অর্থ আয় করেন; কিন্তু এসবের মাঝেও ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি!

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, শারীরিকভাবে সক্রিয় ও সুস্থ থাকার জন্য টোকিওর বিভিন্ন আবাসিক ব্লক ও জনবহুল এলাকায় পরিচ্ছন্নতার কাজ করেন মাতসুশোবারা। সপ্তাহে তিন দিন এই কাজ করেন তিনি। এ কাজের মাধ্যমে মাসে আয় হয় মাত্র ৬৮০ মার্কিন ডলার। অথচ তিনি ওই ব্লকের অন্যতম ধনী বাসিন্দা, বলা যায় এক গোপন কোটিপতি। মূলত ফ্ল্যাট ভাড়া ও বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ থেকেই তার মূল আয়। বছরে তিনি পান দুই লাখ ডলারেরও বেশি।

বিজ্ঞাপন

সঞ্চয়ের অভ্যাস থেকে শুরু

মাতসুশোবারা ছোটবেলা থেকেই ছিলেন সঞ্চয়ী। নিজের ইচ্ছের জিনিস কেনার জন্য তিনি সব সময় অর্থ জমাতেন। স্কুল শেষে একটি কারখানায় কাজ শুরু করেন, যেখানে মাসিক বেতন ছিল মাত্র ১২২০ ডলার। খরচ কমিয়ে কয়েক বছরের মধ্যে জমালেন ২০ হাজার ডলার। সেই টাকায় কিনলেন নিজের প্রথম স্টুডিও ফ্ল্যাট।

তিনি বলেন, ‘সেই সময় জমির দাম অনেক কম ছিল, আর আমি ধীরে ধীরে একের পর এক সম্পত্তি বাড়াতে থাকি।’ এখন তার টোকিও ও আশপাশে সাতটি ফ্ল্যাট রয়েছে, যেগুলো ভাড়া দিয়ে প্রতি মাসেই মোটা অঙ্কের অর্থ ইনকাম হয়। পাশাপাশি শেয়ারবাজার ও বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করেছেন তিনি।

বিজ্ঞাপন

সাদামাটা জীবনযাত্রা

অর্থ-সম্পদ থাকা সত্ত্বেও মাতসুশোবারা মিতব্যয়ী। থাকেন সস্তা ফ্ল্যাটে, নিজেই রান্না করেন, এমনকি এক দশকেরও বেশি সময় ধরে নতুন পোশাকও কেনেননি। ব্যবহার করেন সাধারণ একটি স্মার্টফোন, আর চলাফেরায় ভরসা রাখেন সাইকেলে।

বিজ্ঞাপন

তিনি জানান, ঝাড়ুদারের কাজ তিনি অর্থ উপার্জনের জন্য করেন না। বরং শারীরিকভাবে সচল থাকার জন্যই এটি তার নিত্যদিনের রুটিন। তার ভাষায়, ‘প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আশপাশ পরিষ্কার করি, সবকিছু গুছিয়ে দিই। এতে আমার মন ভরে যায়।’ সূত্র: জিও নিউজ উর্দু

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD