Logo

চুল পড়া বন্ধে রসুনের যাদুকরী উপকার সম্পর্কে জেনে নিন

profile picture
জনবাণী ডেস্ক
৪ অক্টোবর, ২০২৫, ১৭:৪৭
35Shares
চুল পড়া বন্ধে রসুনের যাদুকরী উপকার সম্পর্কে জেনে নিন
ছবি: সংগৃহীত

চুল পড়া সমস্যা এখন অনেকেরই দৈনন্দিন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা কমাতে বাজারে বিভিন্ন ধরণের প্রসাধনী ব্যবহার করেও অনেক সময় কাঙ্ক্ষিত ফল মেলে না। তবে ঘরোয়া উপাদান রসুন এ ক্ষেত্রে হতে পারে যাদুকরী সমাধান।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, রসুনে থাকা সালফার উপাদান চুল পড়া বন্ধে বেশ কার্যকরী ভূমিকা রাখে। পাশাপাশি এর জীবাণুরোধী ক্ষমতা মাথার ত্বকে সংক্রমণ রোধ করে, ফলে স্বাভাবিকভাবে কমে যায় চুল পড়া।

কিভাবে ব্যবহার করবেন রসুন—

বিজ্ঞাপন

রসুন তেল:

নারকেল বা অলিভ অয়েলের মধ্যে থেঁতো করা রসুন দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে ছেঁকে মাথার ত্বকে মাখুন। হালকা হাতে ৫-১০ মিনিট মাসাজ করলে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ে ও চুল পড়া কমে।

রসুন পেস্ট:

বিজ্ঞাপন

৮-১০ কোয়া রসুন থেঁতো করে শুকনো চুলের গোড়ায় আধঘণ্টা মেখে রাখুন। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেললে চুল হয়ে উঠবে নরম, চকচকে ও মজবুত।

রসুন গুঁড়া:

বিজ্ঞাপন

রসুন গুঁড়া করে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন। সপ্তাহে অন্তত একবার তেলের সঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় মাখলে ফল মিলবে দ্রুত।

তবে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, রসুন ব্যবহারের আগে অবশ্যই পরীক্ষা করে দেখা উচিত শরীরে অ্যালার্জি আছে কিনা। কারণ, অ্যালার্জি থাকলে এটি উল্টো চুল ও ত্বকের ক্ষতি করতে পারে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

চুল পড়া বন্ধে রসুনের যাদুকরী উপকার সম্পর্কে জেনে নিন