Logo

অবৈধ অস্ত্র ঠেকাতে জনসাধারণের সহায়তা চাইল বিজিবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:৩৯
21Shares
অবৈধ অস্ত্র ঠেকাতে জনসাধারণের সহায়তা চাইল বিজিবি
ছবি: সংগৃহীত

দেশে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে সাধারণ মানুষের সহায়তা চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি কিছু অসাধু চক্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে সীমান্ত পথে অবৈধ আগ্নেয়াস্ত্র ঢোকানোর চেষ্টা চালাচ্ছে। বিজিবির নিজস্ব গোয়েন্দা তৎপরতায় গত তিন মাসে উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর মধ্যে রয়েছে ১৬টি দেশি-বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ২টি এসএমজি, ৫টি রাইফেল, ১৬টি দেশীয় বন্দুক, ৩টি শর্টগান, ৩টি মর্টার শেল, ৮টি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য অস্ত্র, ২১টি ম্যাগাজিন এবং বিভিন্ন ধরনের ১০০৩ রাউন্ড গুলি।

তিনি আরও জানান, সীমান্ত এলাকাজুড়ে বিজিবির গোয়েন্দা কার্যক্রম ও অভিযান জোরদার করা হয়েছে। অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে যেকোনো তথ্য জানাতে বিজিবির টোল ফ্রি নাম্বার ০১৭৬৯৬০০৫৫৫-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD