Logo

সিঙ্গাপুরের সিভিল ডিফেন্স সপ্তাহে বাংলাদেশের পাঁচ সদস্যের অংশগ্রহণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৫, ১৮:২৯
5Shares
সিঙ্গাপুরের সিভিল ডিফেন্স সপ্তাহে বাংলাদেশের পাঁচ সদস্যের অংশগ্রহণ
ছবি প্রতিনিধি।

সিঙ্গাপুরের সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৫ উপলক্ষে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পাঁচ সদস্যের একটি দল অংশগ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পাঁচ সদস্যের দলে রয়েছেন ১ জন ওয়্যারহাউজ ইন্সপেক্টর, ১ জন স্টেশন অফিসার ও ৩ জন ফায়ারফাইটার।

উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ২০১২ সাল ২০১৯ পর্যন্ত প্রতি বছর সিঙ্গাপুর সিভিল ডিফেন্স সপ্তাহে অংশগ্রহণ করেছে। ইতিপূর্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহে অংশগ্রহণের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদস্যরা নতুন আধুনিক অপারেশনাল (অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা) কলা-কৌশল শিখতে ও জানতে পেরেছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ হতে অর্জিত জ্ঞান পরবর্তীতে অত্র অধিদপ্তরের প্রশিক্ষণ সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং অপারেশনাল কাজেও সফলভাবে প্রয়োগ করা হচ্ছে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদস্যরা সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৫ অংশগ্রহণের মাধ্যমে ফায়ারফাইটিং, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে উদ্ভাবিত নতুন জ্ঞান অর্জন করতে সক্ষম হবে। পাশাপাশি বিভিন্ন দেশের জরুরি সেবাদানকারী সংস্থার সেবা প্রদান এবং আধুনিক অপারেশনাল যন্ত্রপাতির সুবিধা ও ব্যবহার সম্পর্কে সম্যক ধারনা লাভ করতে পারবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD