Logo

স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর, ২০২৫, ১৯:১৩
58Shares
স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১২০ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের সেবা বিভাগের যুগ্ম সচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর চিকিৎসকরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৪র্থ গ্রেডে সহযোগী অধ্যাপক (সুপারনিউমারারি) হিসেবে পদোন্নতি পাবেন। পদোন্নতি প্রাপ্ত চিকিৎসকরা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের পূর্বের পদ ও কর্মস্থলেই (ইনসিটু) দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, আগামী ১১ ডিসেম্বরের মধ্যে পদোন্নতি প্রাপ্ত চিকিৎসকরা তাদের যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগে পাঠাবেন। এছাড়া, সুপারনিউমারারি পদে থাকা চিকিৎসকদের সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলতে হবে। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত কোনো বদলি বা কর্মস্থল পরিবর্তন করা যাবে না।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, যারা লিয়েন, প্রেষণ, শিক্ষা ছুটি বা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন—তাদের ক্ষেত্রে পদোন্নতি ছুটি শেষ হওয়ার পর কার্যকর হবে। মন্ত্রণালয় ভবিষ্যতে কোনো কর্মকর্তার বিরূপ তথ্য পাওয়া গেলে প্রজ্ঞাপন সংশোধন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD