Logo

গুলিবিদ্ধ হাদি: এখনও হয়নি মামলা, নজরদারিতে রেখে চলছে অভিযান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৯
6Shares
গুলিবিদ্ধ হাদি: এখনও হয়নি মামলা, নজরদারিতে রেখে চলছে অভিযান
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। পরিবার কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে আইনি প্রক্রিয়ায় যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিজ্ঞাপন

তবে ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে বেশ কয়েকজনকে নজরদারিতে রেখেছে।

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হলেও হামলাকারীদের চেহারা স্পষ্টভাবে শনাক্ত করা যাচ্ছে না। সে কারণে ফুটেজগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি নজরদারিতে থাকা ব্যক্তিদের চলাফেরা, যোগাযোগ ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

বিজ্ঞাপন

শুক্রবার ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, হাদির ওপর হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্তের চেষ্টা শুরু হয়।

ডিএমপি আরও জানায়, অভিযুক্তদের গ্রেফতারে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও সক্রিয় রয়েছে। বিভিন্ন এলাকায় একাধিক টিম তল্লাশি অভিযান পরিচালনা করছে এবং হামলার পেছনের কারণ ও জড়িতদের নেটওয়ার্ক উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানিয়েছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD