Logo

তিন দিন আতশবাজিসহ সকল সাংস্কৃতিক কার্যক্রম নিষিদ্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর, ২০২৫, ২১:৪৮
12Shares
তিন দিন আতশবাজিসহ সকল সাংস্কৃতিক কার্যক্রম নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে রাজধানী ঢাকায় আগামী তিন দিন সব ধরনের আনন্দ ও বিনোদনমূলক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মহানগরবাসীর জন্য এ সংক্রান্ত একাধিক নির্দেশনা জারি করেছে।

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, ৩১ ডিসেম্বর (বুধবার) থেকে ২ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত শোক পালনকালীন সময়ে ঢাকা মহানগর এলাকায় কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস কিংবা গ্যাস বেলুন ওড়ানো যাবে না। একই সঙ্গে উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি কিংবা শোভাযাত্রা আয়োজন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞাপন

এ ছাড়া নগরজুড়ে উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানোসহ জনভোগান্তি সৃষ্টি করতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শোকের পরিবেশ বজায় রাখতে এসব নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানানো হয়েছে এবং এ বিষয়ে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD