Logo

খালেদা জিয়ার মৃত্যুতে শোক ডিএনসিসি শ্রমিক কর্মচারী ইউনিয়নের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর, ২০২৫, ২২:১৩
10Shares
খালেদা জিয়ার মৃত্যুতে শোক ডিএনসিসি শ্রমিক কর্মচারী ইউনিয়নের
ছবি: সংগৃহীত

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির প্রচার সম্পাদক মোহাম্মদ গাদ্দাফী হোসেনের স্বাক্ষরিত এক শোকবার্তায় এই শোক জানানো হয়।

শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটিয়েছে। তাঁর ইন্তেকালে দেশ হারিয়েছে এক আপসহীন নেতৃত্ব, গণতন্ত্রের সাহসী কণ্ঠস্বর এবং নারীর ক্ষমতায়নের এক অনন্য প্রতীককে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নানা প্রতিকূলতা, কারাবরণ ও দীর্ঘ অসুস্থতার মধ্যেও তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি—যা তাঁকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং–৬০২৫, সিবিএ)-এর পক্ষ থেকে শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী এবং অসংখ্য অনুসারীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বিজ্ঞাপন

শোকবার্তায় আরও বলা হয়, মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফিরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তাঁর প্রিয়জনদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।

শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বুলেট এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী বাবু।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD