পিটার হাসের দিল্লি সফর, যা বলল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ভারত সফর করেছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার এই সফর নিয়ে নানা গুঞ্জন ওঠেছিল। এবারপিটার হাসের ভারত সফরের নিয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দিল্লিতে নিয়মিত প্রেস ব্রিফিং এ গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মার্কিন রাষ্ট্রদূতের ভারত সফর নিয়ে মিডিয়া রিপোর্ট দেখেছি। কিন্তু আমি এ সম্পর্কে বিস্তারিত জানি না।”
বাগচি বলেন, “মার্কিন রাষ্ট্রদূতের ভারত সফর নিয়ে মিডিয়া রিপোর্ট দেখেছি। এটি একটি ব্যক্তিগত সফর হতে পারে। কিন্তু আমি এ সম্পর্কে বিস্তারিত জানি না। তাই, আমার কাছে এই মুহূর্তে বলার কিছু নেই।”
আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
এদিন তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে বলেন, “নির্বাচন বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয় এবং আমরা বিশ্বাস করি যে, বাংলাদেশের জনগণই তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।”
আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
এর আগে গেল ২২ ডিসেম্বর ঢাকায় নিযুক্তমার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস হঠাৎ ভারত সফরে গিয়েছিলেন। এদিন রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে রওয়ানা হন তিনি।
ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইট নং ইউকে-১৮৪ যোগে রাষ্ট্রদূত পিটার ডি হাস মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। সফরে তার স্ত্রীও ছিলেন।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

উত্তরার বিমান দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

বিমান দুর্ঘটনা বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ভারত: নরেন্দ্র মোদি

গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি দেখেছে : নরেন্দ্র মোদি

ক্ষুধার্ত মানুষের রক্তাক্ত প্রহর: গাজায় ইসরায়েলি গুলিতে নিহত ১১৫
