ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৩
ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানি হানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৭ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে দেশটি মধ্যপ্রদেশে গুণা- হারুন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার রাতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারে সজোরে ধাক্কা মারে। বাসটিতে ৩০ জনের বেশি যাত্রী ছিলেন। আগুন লাগার পর ৪জন যাত্রী দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ায় প্রাণে বেঁচে যান। তাঁরা বাড়িতে ছুটে পালান। বাকিরা বাসের মধ্যে আটকে পড়েন। ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আহতদের মধ্যে কেউই বর্তমানে সংকটজনক নেই।
অপরদিকে, মৃতদের অগ্নিদগ্ধ দেহ শনাক্তকরণ করা যায়নি। তাদের ডিএনএ পরীক্ষা করা হবে। দুর্ঘটনা ঘিরে তদন্ত জারি রয়েছে।
আরও পাড়ুন: গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ২১ হাজার, ১৫ হাজার নারী-শিশু
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘটনার তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি মৃতদের পরিবারের জন্য ৪ লক্ষ এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
আরও পাড়ুন: ঘনকুয়াশায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ) সকালেই মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করার জন্য গুণার উদ্দেশে রওনা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।
জেবি/এসবি