মামুনুল হকের জামিন, রাতেই মিলতে পারে কারামুক্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৯ অপরাহ্ন, ২রা মে ২০২৪

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক আদালত থেকে জামিন পেয়েছেন। কাশিমপুর কারাগার এখন থেকে মুক্তির অপেক্ষায় আছেন তিনি।
বৃহস্পতিবার (২ মে) রাতে মামুনুল হকের আইনজীবী আব্দুস সালাম হিমেল জনবাণীকে এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: তিন মামলায় মামুনুল হকের জামিন
তিনি বলেন, ‘আদালত থেকে মামুনুল হকের জামিনের সব ধরনের কাগজপত্র কারাগারে পৌছেছে। এখন কারামুক্তির অপেক্ষায় আছেন তিনি। আশা করছি সকল প্রস্তুতি শেষে আজ রাতেই তিনি মুক্তি পাবেন।
এরআগে ঢাকাসহ বিভিন্ন জেলায় মামুনুল হকের বিরুদ্ধে যে সকল মামলা দায়ের করা হয়েছিলো সকল মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বামা’র প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ফায়ার সার্ভিস সদর দপ্তর পরিদর্শন

কোনো সেনা সদস্য 'গুমে' জড়িত থাকলে কঠোর ব্যবস্থা: সেনাসদর
