রিয়াদের অবসর নিয়ে যা জানালেন নাজমুল হাসান পাপন

কারণ ও এখনো পর্যন্ত খেলছে খেলুক
বিজ্ঞাপন
টেস্ট ফরম্যাট থেকে আচমকাই অবসর নিয়েছিলেন ফিনিশার খ্যাত ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। বর্তমানে সাদা বলের ক্রিকেটে পারর্ফম করে যাচ্ছেন সাইলেন্ট কিলার খ্যাত এই ব্যাটার। তবে আসন্ন বিশ্বকাপের পরই মাহমুদউল্লাহ টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাবেন কি না এমন একটা প্রশ্ন উঠছে।
রবিবার ((১২ মে) মিরপুরে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি নাজুমল হাসান পাপন এবং মাহমুদউল্লাহ রিয়াদ।
বিজ্ঞাপন
বৈঠকে মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গে কোনো কথা হয়েছে কি না এমন এক প্রশ্নের উত্তরে বিকেলে সংবাদমাধ্যমে পাপন বলেন, 'ও (মাহমুদউল্লাহ) অবসর নেবে! এসব বিষয় নিয়ে কোনো আলাপই হয়নি, কী বলছেন আপনারা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অবসর নেবে এরকম কোনো কথা আমাদের সাথে হয়নি এবং আমার মনে হয় না এরকম কিছু হবে। কারণ ও এখনো পর্যন্ত খেলছে খেলুক।'
বিজ্ঞাপন
গত বছর ওয়ানডে ফরম্যাট থেকে বাদ পড়ার পর মাহমুদউল্লাহ রিয়াদের ক্রিকেট ক্যারিয়ার নিয়েই শঙ্কা জেগেছিল। তবে শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করেই ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেয়েছিলেন এই অভিজ্ঞ টাইগার ক্রিকেটার। আর একাদশে সুযোগ পেয়েই ব্যাট হাতে দারুণ পারফর্ম করে দেখিয়েছেন তিনি। সব হারানোর বিশ্বকাপে বাংলাদেশের কিছু প্রাপ্তি ছিল রিয়াদের ব্যাটিং ঝলক।বিশ্বকাপের সেই ফর্ম টি-টোয়েন্টিতেও টেনে এনেছেন এই ব্যাটার। ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন রিয়াদ।
বিজ্ঞাপন
এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পান পেসার তাসকিন আহামেদ। তার মাংসপেশিতে চোট লেগেছে বলে জানা গেছে। আর সেটি কতটা গুরুতর? তার সর্বশেষ খবরও দিয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।
বিজ্ঞাপন
মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘শুনেছি (তাসকিনের ইনজুরির খবর)। আজকেই আমরা খোঁজ নিয়েছি ওর ইনজুরি আছে। এখন সোমবার (১৩ মে) সকালে রিপোর্টটা পাওয়ার পর আমাদের দেখতে হবে সেরে উঠতে কতদিন লাগতে পারে, ওর কী হিল আপ করার কোনো সুযোগ আছে কি না। নরমালি দুই থেকে তিন সপ্তাহের মতো হয়তো ব্রেক দেবে।’
আরও পড়ুন: সাকিবের সামনে নতুন রেকর্ড গড়ার হাতছানি
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘যদি এটা দুই বা তিন সপ্তাহের জন্য হয় তাহলে কী করবো...। এটাকে ঠিক করার কোনো সুযোগ আছে কি না সেদিকও ভেবে দেখবো। দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রে চিকিৎসকের সাথে কথা বলবো। এখনই যোগাযোগ করবো। যদি ঠিক করা যায় তাহলে এক জিনিস। আর যদি দেখা যায় যে না আসলেই কিছুটা সময় লাগবে, তাহলে তো আমাদের অন্য কোনো সিদ্ধান্ত নিতে হবে।’
বিজ্ঞাপন
তাসকিনের জন্য অপেক্ষা করা হবে কি না এমন প্রশ্নের উত্তরে বিসিবি বস বলেন, ‘অন্তত সোমবার (১৩ মে) অফিসিয়ালি রিপোর্ট পাওয়া পর্যন্ত।’
এমএল/









