আবারও ওয়াহেদ শাহীনের সংগীতে নতুন গানে যাযাবর পলাশ

আমার গান গাওয়ার শুরুটা ওয়াহেদ শাহীন ভাইয়ের হাত ধরেই।
বিজ্ঞাপন
আসন্ন ঈদ উপলক্ষে একটি নতুন মৌলিক গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন এই প্রজন্মের গীতিকবি ও সংগীত শিল্পী যাযাবর পলাশ। গানের শিরোনাম ‘তোর কঠিন মন’। নিজের গীতিকবিতায় এবং সুরে জনপ্রিয় সংগীত পরিচালক ওয়াহেদ শাহীনের সংগীতায়োজনে নতুন এই গানে কণ্ঠ দিয়েছেন যাযাবর পলাশ।
সম্প্রতি গানটির ভিডিও চিত্র নির্মাণ সম্পন্ন হয়েছে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে ‘কেএন মিউজিক’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এ গানটি। ভিডিও চিত্রটি নির্মান করেছেন আনান খান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গান প্রসঙ্গে সঙ্গীতশিল্পী যাযাবর পলাশ জনবাণীকে বলেন, আমার গান গাওয়ার শুরুটা ওয়াহেদ শাহীন ভাইয়ের হাত ধরেই। ওনার সংগীত আয়োজনে এর আগেও বেশকিছু গান গেয়েছি। অনেকদিন বাদে আবারও তার সাথে কাজ করতে পেরে আমি আনন্দিত। আশা করি নতুন গানটি সবার ভালো লাগবে।
আরও পড়ুন: আমি আর কাঁদতে চাই না: প্রভা
বিজ্ঞাপন
‘তোর কঠিন মন’গানটি নিয়ে বেশ আশাবাদী বলেও জানান সংগীত পরিচালক ওয়াহেদ শাহীন।
বিজ্ঞাপন
জেবি/এসবি