সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৪
হৃদযন্ত্রে পেসমেকার লাগানোর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (২৪ জুন) বিকাল সোয়া ৪টার দিকে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। বিএনপির মিডিয়া সেলের সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: পেসমেকার বসানোর পর খালেদা জিয়া সুস্থ: আইনমন্ত্রী
এর আগে রবিবার (২৩ জুন) তার হৃদযন্ত্রে পেসমেকার বসানোর পর চিকিৎসক দলের সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ বলেছিলেন, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের আগে খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে কোনো মন্তব্য করা যাবে না।
আরও পড়ুন: খালেদা জিয়ার হার্টে পেসমেকার লাগানোর প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী
হঠাৎ অসুস্থতা বেড়ে গেলে গত শুক্রবার (২১ জুন) গভীর রাতে বিএনপি চেয়ারপারসনকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া চিকিৎসাধী নেন। ওই মেডিকেল বোর্ডের সদস্যরা রোববার তার হৃদযন্ত্রে পেসমেকার বসায়।
জেবি/এসবি