Logo

রাজস্ব ফাঁকি ২৫ কোটি, ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

profile picture
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:১৬
8Shares
রাজস্ব ফাঁকি ২৫ কোটি, ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
ছবি: সংগৃহীত

সরকারের বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলালসহ মোট ৬ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের মামলায় আসামিরা হলেন- ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলাল, চাকরিচ্যুত সাবেক উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, টিসিএল অপটোইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতার হামিদ খান, বেস্টওয়ানের মালিক মোসা. মমতাজ বেগম, বৈশাখী ট্রেডার্সের মালিক মো. গাফ্ফার ইলাহী এবং জি-টেকের মালিক সুলতানা দিল আফরোজা।

বিজ্ঞাপন

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে উঠে এসেছে, সিটি করপোরেশনের জমি, ভবন কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জায়গায় এলইডি বিলবোর্ড স্থাপনের অনুমোদিত রেট ছিল প্রতি বর্গফুটে ২০ হাজার টাকা। কিন্তু অভিযুক্তরা অসাধু কৌশলে মাত্র ৮০০ টাকা রেট দেখিয়ে অনুমোদন দেন। এর ফলে সরকার ২৫ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়।

এছাড়া মামলার বাইরে দুদক সম্পদ বিবরণী দেওয়ার নির্দেশ দিয়েছে আরও তিন কর্মকর্তাকে। তারা হলেন- ডিএসসিসির উপ-কর কর্মকর্তা দেওয়ান আলীম আল রাজী, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও রাজস্ব কর্মকর্তা মো. নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

দুদক বলছে, এ মামলাটি তাদের চলমান দুর্নীতি দমন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। তদন্ত শেষ হলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD