Logo

মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৫, ১১:৫৮
20Shares
মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপি সূত্র জানায়, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন, গণতন্ত্রের চর্চা, মানবাধিকার এবং মুক্ত গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয়পক্ষ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, পাশাপাশি সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

দলীয় নেতারা জানান, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সাম্প্রতিক অস্থিরতা, দলগুলোর অবস্থান এবং নির্বাচন কমিশনের ভূমিকা সম্পর্কেও জানতে চান। এ সময় বিএনপি নেতারা আগামী জাতীয় নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বৈঠক শেষে বিএনপি সূত্র আরও জানায়, ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সহায়তা করতে ইউরোপীয় ইউনিয়নের আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন এবং রাজনৈতিক সংলাপের মাধ্যমে সংকট উত্তরণের আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচন ও মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনের আগ্রহ বেড়েছে। সেই প্রেক্ষাপটেই বিএনপি নেতাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের এ বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD