Logo

রবিবারের মধ্যে দাবি না মানলে যমুনায় অবস্থান নিবে ৮ রাজনৈতিক দল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৫, ১৪:২৪
19Shares
রবিবারের মধ্যে দাবি না মানলে যমুনায় অবস্থান নিবে ৮ রাজনৈতিক দল
ছবি: সংগৃহীত

নির্বাচনের আগে পাঁচ দফা দাবিসহ গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ বাস্তবায়নসহ অন্যান্য দাবি পূরণ করতে আগামী রবিবার (১৬ নভেম্বর) পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে জামায়াতসহ ৮ দল। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতারা সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন। আগামী শুক্রবার (১৪ নভেম্বর) সারাদেশের জেলা ও মহানগর পর্যায়ে এই পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এরপর রবিবার সকাল ১১টায় ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক হবে। বৈঠকের পর দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে অবস্থান কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৮ দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন বলে আমরা আশা করি। নেতারা ইতোমধ্যেই প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছেন। এই সাক্ষাতেই রাজনীতিক সংকট নিরসন হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টির পায়তারা করছে। শাটডাউনের নামে বাসে আগুন দেওয়া এবং ককটেল নিক্ষেপের মতো ঘটনার দিকে লক্ষ্য রেখে পরিস্থিতি শান্ত রাখতে সরকারকে আমরা সহায়তা দিতে প্রস্তুত।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ৮ দলের নেতারা নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আগামীকালও রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন। তারা উল্লেখ করেছেন, দাবি পূরণ না হলে যমুনার সামনে অবস্থান কর্মসূচি হবে অনির্দিষ্টকালীন।

এই ঘোষণার মাধ্যমে রাজনৈতিক মহলে নতুন উত্তেজনার ইঙ্গিত মিলেছে, যেখানে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও তীব্র হতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD