Logo

‘প্রধান উপদেষ্টার দ্বৈত ভূমিকায় স্বার্থের সংঘাত তৈরি হচ্ছে’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৫, ১৪:৪৫
17Shares
‘প্রধান উপদেষ্টার দ্বৈত ভূমিকায় স্বার্থের সংঘাত তৈরি হচ্ছে’
সালাহউদ্দিন আহমেদ | ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ দাবি করেছেন, নোট অব ডিসেন্ট ছাড়া গণভোট আয়োজনের কোনো বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি। তিনি মনে করেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বৈত ভূমিকায় স্বার্থের সংঘাত তৈরি হচ্ছে।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন বলেন, রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে, তা নিয়ে জাতীয় সনদ হবে এবং পরবর্তী নির্বাচিত সংসদ সেই সনদ বাস্তবায়ন করবে। প্রধান উপদেষ্টা তার বক্তব্য থেকে সরে যেতে পারেন না।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব মন্তব্য করেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি জুলাই জাতীয় সনদ, সনদ বাস্তবায়নের উপায়, গণভোট নিয়ে সৃষ্ট জটিলতা, নির্বাচন প্রক্রিয়া, বিএনপির জোট ও সমসাময়িক রাজনীতির বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন।

তিনি আরও বলেন, এখানে ক্ল্যাশ অব ইন্টারেস্ট আছে। সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। আমরা রাজনৈতিক দল হিসেবে সহযোগিতা করব, ভোটে অংশগ্রহণ করব এবং জনগণকে উদ্বুদ্ধ করব। কিন্তু প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতির ভূমিকায় যে সুপারিশগুলো সরকারের কাছে দিয়েছেন, তা অনেকটা জুলাই জাতীয় সনদের মূল রূপ থেকে সরে গেছে।

সালাহউদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি “নিরপেক্ষ” আচরণের আহ্বান জানিয়ে বলেন, আমরা আশা করি সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না, যা জাতিকে বিভক্ত করবে বা অনৈক্য সৃষ্টি করবে।

বিজ্ঞাপন

তিনি জানান, সংশ্লিষ্ট কমিশনের সঙ্গে তিন দফা আলোচনার অভিজ্ঞতা থেকে দেখা গেছে, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার কয়েক দিন আগে প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলকে নিয়ে বসেছিলেন। সেই আলোচনায় প্রস্তাব ছিল, একটি ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে সনদ স্বাক্ষরিত হোক এবং তার বাস্তবায়নের জন্য সবাই অঙ্গীকারবদ্ধ হোক।

সালাহউদ্দিন বলেন, সনদে মোট ৮৪টি দফা অন্তর্ভুক্ত ছিল। আমাদের ও অন্যান্য রাজনৈতিক দলের কিছু কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট ছিল। এটি প্রথাগত নোট অব ডিসেন্ট নয়। এতে বলা হয়েছে, নির্বাচনী ইশতেহারের মাধ্যমে জনগণ যদি সেই দফাগুলোর জন্য অনুমোদন দেয়, তবে সেই অনুযায়ী সেগুলো বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন

এই মন্তব্য থেকে বোঝা যায়, বিএনপি কমিশনের প্রস্তাবিত নীতিমালা ও সনদ বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার ভূমিকার ওপর বিশেষ নজর রাখছে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে চাপ দিচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD