Logo

নভেম্বরের শেষ দিকে দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৫, ১৫:৫৬
16Shares
নভেম্বরের শেষ দিকে দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
তারেক রহমান । ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি নভেম্বর মাসের শেষ দিকে দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

তিনি গণমাধ্যমকে বলেছেন, আমরা আশা করছি, এই মাসের শেষ নাগাদ তিনি দেশে ফিরতে পারেন। না হলে দু-একদিন এদিক-ওদিক হতে পারে।

২০০৮ সালে জরুরি অবস্থার সময় পরিবারের সঙ্গে দেশ ত্যাগ করার পর গত ১৭ বছর ধরে লন্ডনে বসবাস করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার মামলাসমূহ জটিলতার অবসান হলেও তিনি দেশে ফেরেননি।

বিজ্ঞাপন

বিএনপির বিভিন্ন স্থায়ী কমিটির সদস্যরা কয়েক মাস ধরে জানান, “শিগগিরই” দেশে ফিরবেন তারেক রহমান। তবে সুনির্দিষ্ট কোনো তারিখ প্রকাশ করা হয়নি।

৬ অক্টোবর প্রকাশিত বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, দ্রুতই মনে হয়। দ্রুতই ইনশাআল্লাহ।

নির্বাচনের আগে দেশে থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক, নির্বাচনের সঙ্গে রাজনৈতিক দলের ও রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রত সম্পর্ক থাকে। যেখানে একটি প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব? আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে—সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, জনগণের সঙ্গে থাকব ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

প্রায় দুই দশক ধরে দলের কার্যক্রম ও নির্বাচনে জড়িত থাকলেও তিনি কখনো সরাসরি ভোটের মাঠে প্রার্থী হননি। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রার্থী হচ্ছেন তিনি।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বগুড়া-৭ (গাবতলী ও শাহজাহানপুর) এবং ১৯৯৬ সালের জুন থেকে বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই দুটি আসনে তিনি কখনো পরাজিত হননি। এবার মায়ের এই পুরনো আসনেই নির্বাচনী লড়াই করবেন তারেক রহমান।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD