Logo

ফ্যাসিস্ট লীগ ঠেকাতে রাজপথে নামছে ‘আপ বাংলাদেশ’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৫, ১৯:৫৯
14Shares
ফ্যাসিস্ট লীগ ঠেকাতে রাজপথে নামছে ‘আপ বাংলাদেশ’
ছবি: সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার জুলাই আন্দোলনের সময় স্বৈরাচার খুনি শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ের দিন ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই দিনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

বিপরীতমুখী আন্দোলনের নামে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী অনলাইন ও অফলাইনে ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান জানিয়ে উসকানিমূলক প্রচারণা চালাচ্ছে।

রাজধানীসহ বিভিন্ন এলাকায় গত এক সপ্তাহে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ এবং চোরাগোপ্তা হামলার ঘটনা লক্ষ্য করা গেছে। সর্বশেষ সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ঢাকায় চারটি বাস ও একটি প্রাইভেটকারে আগুন, পাশাপাশি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) বুধবার সকালে ফেসবুকে ঘোষণা করেছে, তারা ফ্যাসিস্ট লীগ ঠেকাতে প্রস্তুত।

সংগঠনটি জানায়, ফ্যাসিস্ট লীগ ঠেকাতে প্রস্তুত আমরা! ১৩ নভেম্বর, সারাদিন রাজপথে সতর্ক অবস্থানে থাকবে আপ বাংলাদেশের সাহসী নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আপ বাংলাদেশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, জনগণের ভোটাধিকার, ন্যায্যতা ও গণতন্ত্র রক্ষায় আমরা আপসহীন। ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন—দেশের পক্ষে, মানুষের পক্ষে থাকুন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ১৩ নভেম্বরের রায় ও তার প্রভাবকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি তীব্রভাবে উত্তেজিত হতে পারে। সেই পরিস্থিতিতে বিভিন্ন সংগঠন জনসচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD