Logo

দেশীয় সংকট ‘উদ্দেশ্যমূলকভাবে’ সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৫, ২০:৫৯
11Shares
দেশীয় সংকট ‘উদ্দেশ্যমূলকভাবে’ সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে দেশে যে সংকট দেখা দিয়েছে সেটি স্বতঃস্ফূর্ত নয় — এটি উদ্দেশ্যমূলকভাবে সৃষ্টি করা হয়েছে। এ ধরনের অপ্রয়োজনীয় সংকট দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলছে।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন মির্জা ফখরুল।

বক্তব্যে তিনি বলেন, দেশে একটি সংকট তৈরি হয়েছে — সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং পরিকল্পিতভাবে রচিত। উদ্দেশ্য হলো দেশের গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত করা, যে নির্বাচন দরকার তা হতে দেওয়া হবে না এবং জনগণের ভবিষ্যত অনিশ্চিত করে তোলা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ৭ নভেম্বর ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে এক প্রতিরোধের দিন; সেই ঐতিহাসিক ঘটনার প্রভাব দেশের রূপ পরিবর্তনে গুরুত্ব বহন করে।

শহীদ জিয়াউর রহমানের সেই ভূমিকার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সেদিনের ঘটনাই বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছিল।

বিজ্ঞাপন

বক্তব্যে তিনি সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন, আমরা সবাই মিলেমিশে এসব চক্রান্ত মোকাবিলা করে দেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নীত করার পথ সুগম করতে হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD