সংকটাপন্ন অবস্থায় হাদি, সিঙ্গাপুরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বর্তমানে চরম সংকটময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুরেই অস্ত্রোপচার করানোর বিষয়ে পরিবারের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে হাদির সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে এ তথ্য জানায় ইনকিলাব মঞ্চ।
সংগঠনটির ভাষ্য অনুযায়ী, তার অবস্থা এখন জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছেছে এবং চিকিৎসকরা সার্বক্ষণিক তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
বিজ্ঞাপন
বিবৃতিতে হাদির দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে ইনকিলাব মঞ্চ। পাশাপাশি তার সুস্থতার জন্য সবার নৈতিক ও মানবিক সহমর্মিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
এতে আরও বলা হয়, যদি হাদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন, সে ক্ষেত্রে দেশের স্বাধীনতাকামী ও নির্যাতিত জনগণকে সার্বভৌমত্ব রক্ষার দাবিতে শাহবাগে সমবেত হওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
বিজ্ঞাপন
ইনকিলাব মঞ্চের বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে দায়ীদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে দেশব্যাপী কঠোর কর্মসূচির কথাও উল্লেখ করা হয়।
সংগঠনটি আরও জানায়, অভিযুক্ত ব্যক্তি যদি দেশের বাইরে, বিশেষ করে ভারতে পালিয়ে গিয়ে থাকে, তবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হবে।








