Logo

জাতীয়ের পাশাপাশি স্থানীয় সরকারেও গণতন্ত্র কার্যকর করতে হবে

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
২২ জানুয়ারি, ২০২৬, ১৩:৩২
জাতীয়ের পাশাপাশি স্থানীয় সরকারেও গণতন্ত্র কার্যকর করতে হবে
ছবি: সংগৃহীত

গণতন্ত্রকে কেবল জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ না রেখে স্থানীয় সরকারব্যবস্থার প্রতিটি স্তরে কার্যকর করতে হবে—এমন অভিমত জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পৌরসভা ও কমিউনিটি পর্যায়ে গণতান্ত্রিক চর্চা শক্তিশালী না হলে নাগরিক সেবা কাঙ্ক্ষিত মানে পৌঁছানো সম্ভব নয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ‘সিলেটে দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক আয়োজনে তরুণদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তরুণদের বিভিন্ন প্রশ্ন ও মতামত শোনার পাশাপাশি ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন তিনি।

তারেক রহমান বলেন, গণতন্ত্র কোনো হঠাৎ উদ্ভাবিত বিষয় নয়; এটি দীর্ঘদিনের চর্চার ফল। উন্নত দেশগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে ট্রাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে স্থানীয় প্রশাসন পর্যন্ত সর্বস্তরে গণতান্ত্রিক নিয়ম ও জবাবদিহি কার্যকরভাবে অনুসরণ করা হয়।

বিজ্ঞাপন

স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জ তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশে রোগীর সংখ্যার তুলনায় সরকারি হাসপাতাল ও চিকিৎসক অত্যন্ত সীমিত। আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মতো প্রতিষ্ঠানে অল্প সম্পদের মধ্যেই বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে হচ্ছে।

তিনি বলেন, একটি হাসপাতাল নির্মাণ করতে জমি অধিগ্রহণ, বাজেট বরাদ্দ ও টেন্ডার প্রক্রিয়াসহ দীর্ঘ সময় লাগে। অথচ সেই সময়ের মধ্যেই রোগীরা চিকিৎসার অভাবে ভোগেন। এ পরিস্থিতিতে দ্রুত সেবা নিশ্চিত করতে পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তারেক রহমান আরও বলেন, প্রতিটি জেলায় আলাদা করে বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা বাস্তবসম্মত নয়। উন্নত দেশগুলোতেও নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেই বাস্তবতা মাথায় রেখেই দেশের স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজাতে হবে।

বিজ্ঞাপন

প্রতিরোধমূলক চিকিৎসার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কমিউনিটি পর্যায়ে হেলথ কেয়ার ওয়ার্কারদের মৌলিক চিকিৎসা ও স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হলে সাধারণ রোগে ঘরে ঘরেই প্রাথমিক সেবা দেওয়া সম্ভব হবে। এতে হাসপাতালের ওপর চাপও কমবে।

বিদেশে কর্মসংস্থানের প্রসঙ্গে তারেক রহমান বলেন, প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষ বিদেশে গেলেও তাদের বড় একটি অংশ অদক্ষ শ্রমিক। ফলে তারা আন্তর্জাতিক শ্রমবাজারে কাঙ্ক্ষিত সুবিধা ও দেশের অর্থনীতিতে প্রত্যাশিত অবদান রাখতে পারছেন না।

বিজ্ঞাপন

তিনি জানান, বিএনপি কারিগরি ও ভোকেশনাল শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার পরিকল্পনা নিয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি ভাষা শিক্ষা যুক্ত করা হবে, যাতে তরুণরা জাপান, ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে দক্ষ কর্মী হিসেবে কাজ করতে পারে।

নারী ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সরকারের সময় মেয়েদের বিনা খরচে শিক্ষার সুযোগ চালু হওয়ায় নারী শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বিএনপি সরকার ‘ফ্যামিলি কার্ড’ চালু করবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, এই কার্ড পরিবারের প্রধান নারীর নামে ইস্যু করা হবে। এর মাধ্যমে মাসিক ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা অথবা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হবে। গবেষণায় দেখা গেছে, নারীরা অর্থ পেলে তা সন্তানের শিক্ষা, পারিবারিক স্বাস্থ্য ও ক্ষুদ্র বিনিয়োগে ব্যয় করেন, যা স্থানীয় অর্থনীতিকে সচল করে।

পরিবেশ সুরক্ষার সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, নাগরিকের মত প্রকাশের অধিকার নিশ্চিত হলেই বর্জ্য ব্যবস্থাপনা, বায়ুদূষণ ও শব্দদূষণের মতো সমস্যার টেকসই সমাধান সম্ভব।

তিনি জানান, বিএনপি আগামী পাঁচ বছরে দেশজুড়ে ৮০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে। প্রতিটি উপজেলায় সরকারি নার্সারির মাধ্যমে পরিকল্পিতভাবে চারা বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

কৃষিপণ্য বাজারজাতকরণে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা প্রসঙ্গে তারেক রহমান বলেন, এটি অর্থনীতির একটি বাস্তবতা। তবে কোনো অনিয়ম বা অন্যায় হলে ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের জন্য প্রতীকী নয়, বাস্তব ও কার্যকর সহায়তা নিশ্চিত করাই হবে ভবিষ্যৎ নীতির মূল লক্ষ্য।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD