Logo

১১ দলীয় জোটে ফিরছে জামায়াত, শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারি, ২০২৬, ২২:২২
১১ দলীয় জোটে ফিরছে জামায়াত, শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা
ছবি: সংগৃহীত

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে সরে এসে পুনরায় ১১ দলীয় জোটে যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন জনসভার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মাওলানা আব্দুল হালিম জানান, জামায়াতের নির্বাচনী ইশতেহারে উত্তরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা জেলাগুলোর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, জামায়াত আমিরের আসন্ন জনসভা এ অঞ্চলের রাজনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

তারেক রহমানের এক বক্তব্যে ‘একটি দল শিরক করছে’—এমন মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, মতপ্রকাশের অধিকার সবার রয়েছে। তবে তিনি কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ করেননি। জামায়াতে ইসলামী কীভাবে পরিচালিত হয়, তা দেশের মানুষ ভালোভাবেই জানে।

বিজ্ঞাপন

এ সময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী দেলাওয়ার হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঠাকুরগাঁও সফরে আসবেন। সফরকালে তিনি একটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD