Logo

অসুস্থতা কাটিয়ে নির্বাচনী মাঠে ফিরলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ জানুয়ারি, ২০২৬, ১৩:১৫
অসুস্থতা কাটিয়ে নির্বাচনী মাঠে ফিরলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী | ছবি: সংগৃহীত

হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে সাময়িকভাবে নির্বাচনী গণসংযোগ বন্ধ রাখতে হয়েছিল ১০ দলীয় জোটের ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই তিনি আবারও মাঠে ফিরেছেন এবং গণসংযোগ শুরু করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোড এলাকায় পুনরায় গণসংযোগে অংশ নেন তিনি। স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, শুভেচ্ছা আদান-প্রদান এবং নির্বাচনী প্রচার চালাতে দেখা যায় তাকে।

নাসীরুদ্দীনের মিডিয়া টিম সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি চট্টগ্রাম কমপ্লেক্স সংলগ্ন বেইলি রোড এলাকায় প্রচারণা চালাচ্ছেন। কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকার দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও পথচারীদের কাছে গিয়ে তিনি নিজের পক্ষে সমর্থন চাইছেন।

বিজ্ঞাপন

এর আগে একই দিন সকালে শান্তিনগর এলাকায় প্রচারণার সময় আচমকা অসুস্থ বোধ করেন তিনি। সকাল ৮টার দিকে শারীরিক অসুস্থতা দেখা দিলে গণসংযোগ সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে বিশ্রাম ও প্রাথমিক চিকিৎসার পর সুস্থতা অনুভব করলে আবারও মাঠে নামার সিদ্ধান্ত নেন।

দলীয় নেতাকর্মীরা জানান, নির্বাচনী প্রচারণার ব্যস্ততার মধ্যেও তিনি নিয়মিত ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগকে অগ্রাধিকার দিচ্ছেন। তাই অসুস্থতা কাটতেই প্রচারে ফিরেছেন।

বিজ্ঞাপন

ঢাকা-৮ আসনে নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণা যখন তুঙ্গে, তখন নাসীরুদ্দীন পাটওয়ারীর মাঠে ফিরে আসা তার সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, তার সক্রিয় উপস্থিতি নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD