Logo

‘আল্লাহর কসম সরকার গঠনের সুযোগ পেলে এক টাকাতেও হাত দেব না’

profile picture
উপজেলা প্রতিনিধি
বগুড়া
২৪ জানুয়ারি, ২০২৬, ১৭:০৫
‘আল্লাহর কসম সরকার গঠনের সুযোগ পেলে এক টাকাতেও হাত দেব না’
ছবি প্রতিনিধি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের ভালোবাসা, দোয়া, সমর্থন ও ভোট পেলে আমানতের সর্বোচ্চ মর্যাদা রক্ষা করা হবে। তিনি বলেন, “আল্লাহর কসম, সরকার গঠনের সুযোগ পেলে জনগণের একটি টাকার ওপরও আমরা হাত দেব না না। সীমিত হালাল উপার্জনের মাধ্যমে দুনিয়াতে চলার তৌফিক যেন আল্লাহ দান করেন।

বিজ্ঞাপন

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর স্কুল মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামি শেরপুর উপজেলা কর্তৃক আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মো. দবিবুর রহমান।

বিজ্ঞাপন

ডা.শফিকুর রহমান আরও বলেন, সরকার গঠনের সুযোগ পেলে বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের ভেতরে চাঁদাবাজদের অস্তিত্ব টিকতে দেওয়া হবে না। সব ধরনের দুর্নীতিকে মাটির নিচে পুঁতে ফেলার চেষ্টা করা হবে। ন্যায়বিচার সবার জন্য নিশ্চিত করা হবে।

তিনি বলেন, নারীরা ঘরে ও বাইরে সমানভাবে নিরাপদে চলাচল করতে পারবেন এবং মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে কর্মক্ষেত্রে কাজ করার সুযোগ পাবেন। সকল পেশায় নারীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে। পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের দায়িত্ব রাষ্ট্র নেবে এবং ৬০ বছরের ঊর্ধ্বে সকল নাগরিকের চিকিৎসার ভার বহন করবে রাষ্ট্র।

যুব সমাজকে শিক্ষা ও আদর্শিক মূল্যবোধের মাধ্যমে গড়ে তোলার কথা উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্র হবে জনগণের সঙ্গী, শোষণের হাতিয়ার নয়।

বিজ্ঞাপন

‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিম।

এসময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হক, কেন্দ্রীয় ক্রিয়া সম্পাদক হারুন অর রশীদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি মুজাহিদ ফয়সাল, কেন্দ্রীয় মুখ্য সংগঠক (এনসিপি) উত্তরাঞ্চল সাকিব মাহাদি, বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুর রহমান, ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা (পূর্ব) সভাপতি জুবায়ের আহমেদ ও শেরপুর উপজেলা সেক্রেটারি আব্দুল্লা আল মুস্তাফিজ নাসিমসহ দশ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD