Logo

জামায়াত আমিরের প্রতিশ্রুতি ঘিরে চলছে সমালোচনা ও বিভ্রান্তি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ জানুয়ারি, ২০২৬, ১৮:৫৩
জামায়াত আমিরের প্রতিশ্রুতি ঘিরে চলছে সমালোচনা ও বিভ্রান্তি
ছবি: সংগৃহীত

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালালেও, একই বিষয়ে সরকারের চলমান প্রশাসনিক উদ্যোগ থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ঘোষণাকে ঘিরে স্থানীয় মহলে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা ও বিভ্রান্তি।

বিজ্ঞাপন

উত্তরবঙ্গে নির্বাচনী সফরে গিয়ে তিনি বগুড়া শহরকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা দেওয়ার অঙ্গীকার করেন। তবে ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিভাগ বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করেছে। জেলা প্রশাসকের স্বাক্ষরিত ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখের একটি চিঠি এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ অবস্থায় জনমনে প্রশ্ন উঠেছে— যে কাজ প্রশাসনিকভাবে ইতোমধ্যে চলমান, ক্ষমতায় গেলে সেটিকে আবার কীভাবে নতুন করে ঘোষণা দেওয়া হবে? এটি কি কেবল আনুষ্ঠানিকতা, নাকি নতুন করে কোনো প্রক্রিয়া শুরু করা হবে—সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। ফলে বিষয়টি নিয়ে ভোটারদের মধ্যেও কৌতূহল ও সংশয় তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বগুড়াকে উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও যোগাযোগের কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সুযোগ পেলে বগুড়াকে পূর্ণাঙ্গ সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তোলা হবে এবং আধুনিক নগর ব্যবস্থাপনার আওতায় আনা হবে।

এ সময় যমুনা নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তিনি। তার মতে, বগুড়া ও গাইবান্ধাসহ আশপাশের জেলাগুলোর মানুষের দীর্ঘদিনের দাবি এটি। নতুন সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যে গতি আসবে।

পাশাপাশি দীর্ঘদিন অবহেলিত শহীদ চান্দু স্টেডিয়াম পুনরায় সচল করে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিবেশ ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তিনি।

বিজ্ঞাপন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণ হিসেবে চাঁদাবাজিকে বড় বাধা বলে মন্তব্য করেন জামায়াত আমির। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান না, অন্যদিকে ভোক্তাদেরও বাড়তি দামে পণ্য কিনতে হয়। এ চক্র বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

দেশের অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরে তিনি দাবি করেন, গত দেড় দশকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। সেই অর্থ উদ্ধার করে জনগণের উন্নয়নে ব্যয় করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাকে রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়ানোর পক্ষে মত দেন তিনি। একইসঙ্গে যুবসমাজকে ভাতা নির্ভর না করে কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে আত্মনির্ভর করে তোলার ওপর জোর দেন।

বক্তব্যের শেষদিকে তিনি বলেন, বিভাজনের রাজনীতি নয়—সব মত ও শ্রেণির মানুষকে সঙ্গে নিয়েই দেশ গঠনের পরিকল্পনা তাদের। ঐক্যের বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

সব মিলিয়ে উন্নয়নমূলক নানা প্রতিশ্রুতি দিলেও, বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা নিয়ে চলমান সরকারি প্রক্রিয়ার সঙ্গে তার ঘোষণার সামঞ্জস্য কীভাবে হবে—তা নিয়েই এখন স্থানীয় রাজনীতি ও ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা চলছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD