Logo

নিজামীকে ‘ফেরেশতাসুলভ’ আখ্যা দিলেন জামায়াত আমির

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
২৪ জানুয়ারি, ২০২৬, ১৯:১৭
নিজামীকে ‘ফেরেশতাসুলভ’ আখ্যা দিলেন জামায়াত আমির
ছবি: সংগৃহীত

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীকে ‘ফেরেশতাসুলভ মানুষ’ হিসেবে উল্লেখ করেছেন দলটির বর্তমান আমির ডা. শফিকুর রহমান। একই সভা থেকে স্থানীয় সংসদীয় আসনে দলীয় প্রার্থী নির্বাচিত হলে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (২৪ জানুয়ারি) আয়োজিত এ সমাবেশে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ডা. শফিকুর রহমান বলেন, অতীতে যেসব জামায়াত নেতা রাজনৈতিক কারণে নির্যাতনের শিকার হয়েছেন, তাদের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে। ফ্যাসিবাদী শাসনামলে বিচারবহির্ভূত হত্যা ও নিপীড়নের মাধ্যমে জামায়াত নেতাদের টার্গেট করা হয়েছিল।

বক্তব্যের একপর্যায়ে দলটির সাবেক নেতা মতিউর রহমান নিজামীর ব্যক্তিত্ব ও জীবনাচার নিয়ে কথা বলতে গিয়ে তাকে ‘ফেরেশতাসুলভ’ বলে অভিহিত করেন জামায়াত আমির। তার ভাষ্য, নিজামী ছিলেন আদর্শ ও নৈতিকতায় অনুকরণীয় একজন নেতা।

বিজ্ঞাপন

সমাবেশে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানের পক্ষে সমর্থন চাইতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে তাকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হবে। এতে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড আরও গতি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে আবার স্বৈরশাসন বা ফ্যাসিবাদ ফিরে আসুক— এমনটা জনগণ চায় না। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী কোনো ধরনের অনিয়ম বা অপকর্মে জড়িত নয়। তবে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে দখলদারিত্ব ও মামলাবাণিজ্যের অভিযোগও তোলেন তিনি।

নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ভোটে সঠিক সিদ্ধান্ত না এলে দেশ আবারও অস্থিতিশীলতার দিকে যেতে পারে। তার মতে, জনগণের রায়ই ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নির্ধারণ করবে।

সভা শেষে দলীয় নেতারা ভোটারদের কাছে সমর্থন চান এবং দলীয় প্রতীকের পক্ষে প্রচারণা চালান।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD