Logo

আমিরাতের আকাশে উঠেছে শাবানের চাঁদ, গুনছে রমজানের প্রহর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি, ২০২৬, ১৫:১৪
আমিরাতের আকাশে উঠেছে শাবানের চাঁদ, গুনছে রমজানের প্রহর
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসের আগমনী বার্তা বহনকারী শাবান মাসের নতুন চাঁদ সংযুক্ত আরব আমিরাতে দেখা গেছে। দেশটির আকাশে চাঁদ দৃশ্যমান হওয়ায় আনুষ্ঠানিকভাবে রমজান মাস শুরুর দিন গণনা শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় দিনের আলোতেই নতুন চাঁদের স্পষ্ট ছবি ধারণ করতে সক্ষম হয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

বিজ্ঞাপন

এদিকে বাংলাদেশে শবে বরাতের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ সোমবার (১৯ জানুয়ারি)। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যায় এ সভা বসবে। সেখানে শাবান মাসের চাঁদ দেখা সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে শাবান মাসের নতুন চাঁদ দেখা গেছে। এ উপলক্ষে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধীন আল খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে চাঁদের একটি বিরল ও বিস্তারিত ছবি ধারণ করা হয়। সোমবার (১৯ জানুয়ারি) আবুধাবি থেকে স্থানীয় সময় সকাল ১১টায় তোলা ওই ছবিতে সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি।

বিজ্ঞাপন

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, সাধারণত দিনের আলোতে নতুন চাঁদ শনাক্ত করা কঠিন। কারণ তখন চাঁদের আলো খুবই ক্ষীণ থাকে এবং সূর্যের কাছাকাছি অবস্থান করে। তবে পরিষ্কার আকাশ ও উন্নত প্রযুক্তির ব্যবহারে এদিন চাঁদের উপস্থিতি তুলনামূলকভাবে স্পষ্টভাবে ধরা পড়ে।

চাঁদ পর্যবেক্ষণ কার্যক্রমে অবজারভেটরির বিশেষজ্ঞ দল অংশ নেয়। তারা আধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে চাঁদের ছবি সংগ্রহ করেন।

বিজ্ঞাপন

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার জানিয়েছে, ইসলামী জ্যোতির্বিজ্ঞানে এ ধরনের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ধর্মীয় মাসগুলোর সূচনা নির্ধারণে চাঁদ দেখার তথ্য হিজরি ক্যালেন্ডারকে আরও নির্ভুল করতে সহায়ক ভূমিকা রাখে।

সংস্থাটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে নিয়মিতভাবে এমন পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে একদিকে যেমন বৈজ্ঞানিক গবেষণা এগিয়ে নেওয়া হচ্ছে, তেমনি সাধারণ মানুষের মাঝে জ্যোতির্বিজ্ঞানের গুরুত্ব ও ধর্মীয়-সাংস্কৃতিক প্রাসঙ্গিকতাও তুলে ধরা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD