এক নজরে রাজশাহীর সাহরি-ইফতারের সময়সূচি

পবিত্র রমজান মাসে মুসলমানরা ৩০ দিন রোজা পালন করেন। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, দাম্পত্য সম্পর্ক ও সব ধরনের অশ্লীলতা থেকে বিরত থাকাই রোজার মূল বিধান। এই সময় আত্মসংযম ও তাকওয়ার মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন রোজাদাররা।
বিজ্ঞাপন
ভোর রাতে সেহরি খাওয়ার মাধ্যমে রোজা শুরু হয় এবং সন্ধ্যায় ইফতারের মাধ্যমে তা সম্পন্ন হয়। সারাদিন আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশ্যে ক্ষুধা, তৃষ্ণা ও নানা স্বাভাবিক কাজ থেকে বিরত থাকেন মুসলমানরা। রোজা শুধু পানাহার বর্জনের নাম নয়, বরং এটি আত্মশুদ্ধি, চরিত্র গঠন ও আল্লাহভীতির এক অনন্য অনুশীলন।
আরও পড়ুন: এবার কোন দেশে কত ঘন্টা রোজা
হাদিসে রোজার মর্যাদা সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,
বিজ্ঞাপন
‘রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মৃগনাভির সুগন্ধির চেয়েও অধিক প্রিয়। (সহিহ বুখারি: ১৯০৪, সহিহ মুসলিম: ১১৫১, তিরমিজি: ৭৬৪)
আল্লাহ তায়ালা নিজ হাতে রোজার প্রতিদান দেবেন বলে হাদিসে বর্ণিত হয়েছে, যা রোজার বিশেষ মর্যাদা ও ফজিলতকে আরও স্পষ্ট করে তোলে। তাই রমজান মাস মুসলমানদের জন্য আত্মগঠন, ক্ষমা প্রার্থনা ও নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ।
বিজ্ঞাপন
সূত্র : ইসলামিক ফাউন্ডেশন









