Logo

সুপার ফোরে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

profile picture
জনবাণী ডেস্ক
৩ ফেব্রুয়ারী, ২০২৪, ২৩:২৬
37Shares
সুপার ফোরে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ
ছবি: সংগৃহীত

সে সময় নেট রানরেটের হিসেব করা হবে

বিজ্ঞাপন

নেপালের বিপক্ষে ১৪৮ বল হাতে রেখে জয় পাওয়ায় আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ দল। শেষ চারে যেতে হলে পাকিস্তানের বিপক্ষে জয়ের পাশাপাশি নেট রানরেটও টপকাতে হবে রাব্বি-শিবলীদের।

বাংলাদেশ ও পাকিস্তান শনিবার (৩ ফেব্রুয়ারি) সুপার সিক্সে শেষ ম্যাচে মুখোমুখি হবেন। এই ম্যাচে বাংলাদেশের যুবারা জয় পেলে দুই দলের পয়েন্ট সমান হবে। সে সময় নেট রানরেটের হিসেব করা হবে।

বিজ্ঞাপন

এই মুহূর্তে ১ দশমিক ০৬৪ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে পাকিস্তানের যুবারা। অন্যদিকে যুবা টাইগারদের নেট রানরেট ০ দশমিক ৩৪৮ পয়েন্ট। সুপার ফোরে যেতে হলে আগে ব্যাট করলেই বাংলাদেশের জন্য সহজ সমীকরণ হবে।

বিজ্ঞাপন

সেক্ষেত্রে রাব্বির দল আগে ব্যাটিং করে ২৫০ রান বা এর কম রান করলে জয়ের ব্যবধান অবশ্যই কমপক্ষে ৫০ রান হতে হবে। বাংলাদেশ ব্যাট করে ২৫০ রান করলে পাক শিবিরের যুবাদের অবশ্যই ২০০ রানের ভিতরে অল-আউট করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের নেট রানরেট ০ দশমিক ০০১ বেশি থাকবে।

বিজ্ঞাপন

তবে ২৫০-এর বেশি রান হলে যেকোনো ব্যবধানে বাংলাদেশকে কমপক্ষে ৫১ রানে জিততে হবে। অর্থাৎ বাংলাদেশ দল ২৭০ রান করলে ২১৯ রানের মধ্যে পাকিস্তানকে আটকে রাখতে হবে। আর ৩০০ রান করলে ২৪৯ রানের মধ্যে পাকিস্তানের সব উইকেট তুলে নিতে হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে দ্যা গ্রিন ম্যানরা আগে ব্যাট করলে বাংলাদেশকে ৩৮ থেকে ৪০ ওভারের ভিতরেই ম্যাচ শেষ করতে হবে। ৩০০ রানের লক্ষ্য থাকলে ৩৯ দশমিক ৩ ওভার পর্যন্ত সুযোগ পাবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

২৫০ রানের ক্ষেত্রে ৩৯ ওভার এবং ২০০ রানের ক্ষেত্রে ৩৮ দশমিক ৪ ওভার পর্যন্ত লক্ষ্য তাড়া করতে পারবে টাইগার যুবারা। সহজ করে বললে, পাক যুবারা আগে ব্যাট করলে কিছুটা কঠিন সমীকরণ হতে পারে মারুফ-রাব্বিদের জন্য।

বিজ্ঞাপন

বর্তমান চ্যাম্পিয়ন ভারত এই গ্রুপ থেকে ইতোমধ্যে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। অন্যদিকে আয়ারল্যান্ড ও নেপালের বিদায় ঘন্টা আগেই বেজে গেছে। এ ছাড়াও নিউজিল্যান্ডের সম্ভাবনা অনেক যদি কিন্তুর উপর দাঁড়িয়ে আছে। তাই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের মধ্য দিয়েই জানা যাবে কারা পেতে যাচ্ছে সেমির টিকিট।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD