Logo

শিরোপা জেতার লড়াইয়ে ভারতই প্রতিপক্ষ বাংলাদেশের

profile picture
জনবাণী ডেস্ক
৭ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:৩৬
58Shares
শিরোপা জেতার লড়াইয়ে ভারতই প্রতিপক্ষ বাংলাদেশের
ছবি: সংগৃহীত

তবে নেপালকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারতের মেয়েরা

বিজ্ঞাপন

ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জয় পেয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ দল। তবে ফাইনাল ম্যাচে কে হবে প্রতিপক্ষ সেই অপেক্ষায় ছিল বাংলাদেশের মেয়েরা। তবে নেপালকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারতের মেয়েরা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ভারত-নেপালের মধ্যকার ম্যাচ যেন হয়ে উঠেছিল অঘোষিত সেমিফাইনালের ম্যাচ। রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লিগ পর্বে বাংলাদেশের কাছে ভারতের পরাজয় একটা সম্ভাবনা তৈরি করেছিল নেপালের মেয়েদের সামনে। হিমালয়ের এই দেশটি জয় পেলেই উঠতো ফাইনালে। আর ভারতের দরকার ছিল ম্যাচটি ড্র করা। তবে নেপাল এই টুর্নামেন্টে ভারতকে পরাজয়ের স্বাদ দিয়ে ফাইনালে উঠতে পারবে তেমন কোনো সামর্থ্য দেখাতে পারেনি।

বাংলাদেশের কাছে ৩-১ গোলের ব্যাবধানে হেরে ভুটানকে কোনোমতে ১-০ গোলে পরাজিত করে এই প্রতিযোগিতায় টিকেছিল নেপাল। অন্যদিকে শক্তিশালী দল হিসেবেই নেপালকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে ভারতের মেয়েরা। ২০২১ সালের ফাইনালে বাংলাদেশের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল ভারত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন নেপালের মেয়েরা ম্যাচের ৫৩ মিনিট পর্যন্ত ভারতকে আটকে রেখেছিল। এরপরই গোল উৎসব শুরু করে দেন ভারতীয় মেয়েরা। ৫৪, ৮১ ও ৮৬তম মিনিট এবং ইনজুরি সময়ে গোল করে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান রানার্সআপরা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) একই ভেন্যুতে শিরোপা লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD