Logo

গুঞ্জন গুঞ্জনই থাকতে দিন: সাকিব আল হাসান

profile picture
জনবাণী ডেস্ক
১০ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:০১
44Shares
গুঞ্জন গুঞ্জনই থাকতে দিন: সাকিব আল হাসান
ছবি: সংগৃহীত

এজন্য সময় দেওয়া অনেক জরুরী

বিজ্ঞাপন

‘আপনি কি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন’, এমন প্রশ্ন শুনেই বিরক্ত সাকিব আল হাসান।

কোন ম্যাচ খেলবেন, কোন ম্যাচ খেলবেন না সাকিব নিজেও তা নিশ্চিত হতে পারেননি! বোর্ডও নিশ্চিত করে বলতে পারে না। টিম ম্যানেজমান্টের তো হদিস থাকে না। সেখানে মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের টেস্ট খেলা নিয়ে আলোচনাও তার কাছে অমূলকই। 

বিজ্ঞাপন

চোখের সমস্যা নিয়ে সাকিব বিপিএল খেলা চালিয়ে যাচ্ছেন। এক্সট্রাফভয়াল সিএসআর রোগে ভুগছেন তিনি। জটিলতা থাকায় ব্যাটিংয়ে নিজেকে আড়াল করে নিয়েছিলেন কয়েক ম্যাচে। শেষ ম্যাচে মিরপুরে তিনে ব্যাটিংয়ে নেমে ২০ বলে ৩৪ রান করে ছন্দে ফেরার ইঙ্গিতও দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এর আগে সিলেটে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ব্যাটিংয়ে সময় কাটাতে পারলে বুঝতে পারবেন স্বাছন্দ্যে আছেন কিনা। এজন্য সময় দেওয়া অনেক জরুরী। 

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরু হবে আগামী ৪ মার্চ থেকে। প্রথমে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে। আগামী ২২ মার্চ চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হবে দুইদল । আর ৩০ মার্চ সিলেটে দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে। টেস্ট সিরিজ শুরু হতে বাকি আছে প্রায় দেড় মাস সময়। লম্বা সময় আগে তার সাদা পোশাকে অংশগ্রহণ করা নিয়ে প্রশ্ন করায় একটু বিরক্তই হলেন সাকিব আল হাসান। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। 

বিজ্ঞাপন

জবাবে সাকিবের রাগ উগরে পড়ল, ‘কে বলেছে আপনাকে? (টেস্ট খেলবেন কিনা) এমন প্রশ্নে। গুঞ্জন গুঞ্জনই থাকতে দিন। না হয় যে এমনটা বলেছে তাকে গিয়ে জিজ্ঞেস করেন। আমি কি বলেছি কাউকে এ বিষয়ে? আমি কি কখনো বলেছি যে আমি চাচ্ছি না বা চাচ্ছি টেস্ট সিরিজে খেলতে? বা এরকম কোনো কিছু?’

বিজ্ঞাপন

সাকিব আরো বলেন, ‘আপনারা এসব কোথায় শুনেছেন? আশে পাশে যাদের থেকে শুনেছেন তাদেরকেই জিজ্ঞেস করা উচিত হবে। আমি যদি বলে থাকি খেলতে চাই কিংবা খেলতে চাই না, তাহলে সেটা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন। তাই যে আপনাকে বলেছে তাকেই জিজ্ঞেস করুন। সে-ই আপনাকে সঠিকটা বলতে পারবে।’

বিজ্ঞাপন

আনুষ্ঠানিকভাবে তিন ফরম্যাটে সাকিব এখনও বাংলাদেশের অধিনায়ক আছেন। বিপিএলের পর জাতীয় দলের ক্রিকেটাররা প্রস্তুতি নেওয়ার তেমন কোনো সময় পাবে না। দল নিয়ে অধিনায়কের পরিকল্পনা কি জানতে চাওয়া হলে সাকিব নিজের মনোযোগ বিপিএলেই রেখেছেন বলে বললেন, ‘না শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা করা হয়নি। বর্তমানে বিপিএল চলছে আর এটা নিয়েই ফোকাস করছি চেষ্টা করছি নিজে কিভাবে দলের জন্য অবদান রাখতে পারি।’

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD