Logo

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ ম্যাচের টিকিট বিক্রি শেষ

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ২৩:৩৬
47Shares
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ ম্যাচের টিকিট বিক্রি শেষ
ছবি: সংগৃহীত

আসন্ন এই টুর্নামেন্টটিতে প্রথম ধাপে একই গ্রুপে পড়েছে এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ

বিজ্ঞাপন

ওয়ানডে বিশ্বকাপের পর আবারও দেখা যাবে ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের দ্বৈরথ। চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। আসন্ন এই টুর্নামেন্টটিতে প্রথম ধাপে একই গ্রুপে পড়েছে এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ।

ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াই ক্রিকেটের যে কোনো ইভেন্টে সবচেয়ে বড় আকর্ষণীয় ম্যাচ। দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে আইসিসির ইভেন্ট বা এশিয়া কাপ ছাড়া দুই দলের মুখোমুখি লড়াই দেখা দুরহ ব্যাপার। যে কারণে তাদের লড়াই দেখার অপেক্ষায় মুখিয়ে থাকে পুরো ক্রিকেট বিশ্ব। যুক্তরাষ্ট্রের মাটিতে আবারও এই দুই দল মুখোমুখি হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আগামী ৯ জুন বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচে নিউইয়র্কে মুখোমুখি হবে রোহিত-বাবররা। এই ম্যাচ ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে চরম উন্মাদনা ছড়িয়েছে। আর যার প্রভাব পড়েছে মাঠের টিকিটেও। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ গ্যালারিতে বসে উপভোগ করতে ইতোমধ্যেই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতার চেয়ে ২০০ গুণ বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন আইসিসি।

এবার পাবলিক ব্যালটের মাধ্যমে ম্যাচের অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা করেছিল আইসিসি কতৃপক্ষ। সেখানে ১৬১টি দেশের ৩০ লাখ মানুষ আবেদন করেছেন। অবিক্রীত টিকিট কেনার শেষ দিন ছিল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি)। সেদিন যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুতে অনুষ্ঠিত হতে চলা ১৬ ম্যাচের মধ্যে ৯টি ম্যাচের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। যেখানে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ছিল কয়েকগুণ বেশি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আইসিসি নিউইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য তিন ক্যাটাগরির অগ্রিম টিকিট ছেড়েছিল। স্ট্যান্ডার্ড ক্যাটাগরির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭৫ মার্কিন ডলার ( যা বাংলাদেশি টাকায় ১৯ হাজার ২০০ টাকা), স্ট্যান্ডার্ড প্লাস টিকিটের মূল্য ৩০০ ডলার ( যা বাংলাদেশি টাকায় ৩২ হাজার ৯০০ টাকা) এবং প্রিমিয়াম টিকিটের মূল্য ৪০০ ডলার ( যা বাংলাদেশি টাকায়৪৩ হাজার ৯০০ টাকা)।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD