Logo

তামিমের স্ত্রী আয়েশার আবেগঘন পোস্ট

profile picture
জনবাণী ডেস্ক
৩ মার্চ, ২০২৪, ২৪:১৭
155Shares
তামিমের স্ত্রী আয়েশার আবেগঘন পোস্ট
ছবি: সংগৃহীত

স্ত্রীকে দেওয়া সেই কথা রেখেছেন বরিশালের অধিনায়ক

বিজ্ঞাপন

এবারের বিপিএল দশম আসর শুরুর আগেই স্ত্রী আয়েশা সিদ্দিকাকে দেশসেরা ওপেনার তামিম ইকবাল বলেছিলেন, ফরচুন বরিশাল এবার ফাইনালে খেলবে। স্ত্রীকে দেওয়া সেই কথা রেখেছেন বরিশালের অধিনায়ক।

শুধু শিরোপার লড়াইয়েই সীমাবদ্ধ থাকেননি তিনি। ম্যাচ শেষে রীতিমতো শিরোপা জেতার উৎসবেও মেতেছেন তামিমের দল।

বিজ্ঞাপন

এদিকে ফরচুন বরিশালের ফাইনাল নিশ্চিতের পর সোশ্যাল মিডিয়ায় তামিম পত্নি আয়েশা নিজেই স্বামীর কথা রাখার বিষয়টি তুলে ধরেছিলেন।

বিজ্ঞাপন

এবার শিরোপা উল্লাসের পর আবারও সোশ্যাল মিডিয়ায় হাজির চট্টলা এক্সপ্রেসের স্ত্রী। এক পোস্টের মাধ্যমে শিরোপাজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন আয়েশা সিদ্দিকা। একই সাথে বরিশালের কাপ্তান তামিমের প্রতি সমর্থন ও আস্থা রাখায় সবাইকে ধন্যবাদ জানান তিনি।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যমের পোস্টে আয়েশা লেখেন, কী দুর্দান্ত জয় এটি। দলের প্রত্যেকটি খেলোয়াড়ই অসাধারণ খেলেছেন।একেই বলা হয় দলগত পারফরম্যান্স। একই সাথে যারা তামিমের জন্য দোয়া করেছেন, তার পাশে থেকেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

বিজ্ঞাপন

এদিকে এমন খুশির মুহূর্তেও বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় শোকে পীড়িত আয়েশা সিদ্দিকা। এ প্রসঙ্গে তার মন্তব্য, এত চমৎকার মুহূর্তেও আমার মন পড়ে আছে, বৃহস্পতিবার রাতের মর্মান্তিক দুর্ঘটনায়। বৃহস্পতিবার যা ঘটেছে, সেটি ভাষায় প্রকাশ করার মতো বিষয় নয়। আল্লাহ সবার কষ্ট সহ্য করার তাওফিক দিন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শুক্রবার (১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে বরিশালকে ১৫৫ রানের সহজ লক্ষ্য দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিজ্ঞাপন

জবাবে ব্যাট করতে নেমে ৬ বল এবং ৬ উইকেট হাতে রেখেই প্রথমবার বিপিএলের শিরোপা উল্লাসে মেতে ওঠেন দক্ষিণ অঞ্চলের এই দলটি।

এমএল/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD