Logo

চ্যাম্পিয়ন হতে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল কুমিল্লা

profile picture
জনবাণী ডেস্ক
২ মার্চ, ২০২৪, ০৭:০৯
46Shares
চ্যাম্পিয়ন হতে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল কুমিল্লা
ছবি: সংগৃহীত

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে কুমিল্লার ব্যাটাররা

বিজ্ঞাপন

বিপিএলের দশম আসরের ফাইনাল ম্যাচে বরিশালের বিপক্ষে খেলতে ব্যাটিংয়ে শুরুটা মোটেও ভালো করতে পারেনি লিটন-হৃদয়রা। পঞ্চম শিরোপা ঘরে তোলার লড়াইয়ে তামিমের বরিশালকে ১৫৫ রানে লক্ষ্য দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

শুক্রবার (১ মার্চ) ফাইনালে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে অধিনায়ক তামিম। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে কুমিল্লার ব্যাটাররা।

বিজ্ঞাপন

ইনিংসের প্রথম ওভারেই ওপেনার সুনিল নারিনকে হারায় কুমিল্লা। ৪ বলে মাত্র ৫ রান করে ক্যাচ আউট হন এই ক্যারিবিয়ান তারকা। তিনে নেমে ব্যাট করতে এসেই দ্রুত রান তুলতে থাকেন ব্যাটার তাওহীদ হৃদয়।

বিজ্ঞাপন

তবে ইনিংস বড় করতে পারেনি এই তরুণ ব্যাটার। ১০ বলে ১৫ রান করে জেমস ফুলারকে উড়িয়ে মারতে গিয়ে আউট তিনি। পিচের এক প্রান্ত আগলে রাখে কুমিল্লার অধিনায়ক লিটন দাস। তবে এদিন নিজেকে ক্রিজে ধরে রাখতে পারেনি অধিনায়ক লিটনও। ১২ বলে মাত্র ১৬ রান করে ক্যাচ আউটের শিকার হন এই ডানহাতি ব্যাটার।

বিজ্ঞাপন

এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে সাথে নিয়ে রান তুলতে থাকেন গত আসরে কুমিল্লাকে শিরোপা এনে দেওয়ার নায়ক ব্যাটার জনসন চার্লস। তবে ইনিংস বড় করতে পারেনি এই ডান হাতি তারকা ব্যাটার। ১৫ বলে মাত্র ১৭ রান করে ক্যাচ আউটের শিকার হন তিনি। ৪ বলে মাত্র ৩ রান করে জনসনের দেখানো পথে হাঁটেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলীও।

বিজ্ঞাপন

কিন্তু পিচের এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। ৩৫ বলে ৩৮ রানের ইনিংস খেলে ড্রেসিং রুমের পথ ধরেন এই ডান হাতি ব্যাটার।

বিজ্ঞাপন

শেষ দিকে জাকের আলীকে সাথে নিয়ে রান তুলতে থাকেন ক্যারিবিয় তারকা রাসেল। ১৯তম ওভারে তিন ছক্কা হাঁকিয়ে মোট ২১ রান তোলেন এই ক্যারিবিয়ান তারকা ব্যাটার।

বিজ্ঞাপন

শেষ ওভারে প্রথম বলে ইয়োরকার দিয়ে রাসেলকে পরাস্থ করেন মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু নো বল ঘোষণা করেন আম্পায়ার। তবে সেই সুযোগও কাজে লাগাতে পারেনি আন্দ্রে রাসেল। পরের টানা দুই বল ওয়াইট দেন এই পেসার।

পরের দুই বলেও রাসেলকে দারুণভাবে পরাস্থ করেন তিনি। চতুর্থ বলে স্ট্রাইক পান জাকের আলি। সিঙ্গেল নিয়ে রাসেলকে স্ট্রাইক দেন এই ব্যাটার। শেষ বলে এক রান নিয়ে মোট সাত রান নিয়ে ওভার শেষ করেছে মোহাম্মদ সাইফউদ্দিন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাকের আলীর ২৩ বলে ২০ রান এবং রাসেলের ১৪ বলে ২৭ রানে ভর করেই ১৫৪ রানের লড়াকু সংগ্রহ পায় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এদিন ফরচুন বরিশালের হয়ে দুই উইকেট শিকার করেন জেমস ফুলার।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD