Logo

সৌম্যের নট আউটে বাংলাদেশ-শ্রীলঙ্কা বিতর্কের নতুন অধ্যায় শুরু

profile picture
জনবাণী ডেস্ক
৭ মার্চ, ২০২৪, ০৯:৩৬
48Shares
সৌম্যের নট আউটে বাংলাদেশ-শ্রীলঙ্কা বিতর্কের নতুন অধ্যায় শুরু
ছবি: সংগৃহীত

আর এবার আল্ট্রা-এজ বিতর্কের শুরু হলো

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার দেওয়া ১৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশের দুই ওপেনার। তবে চতুর্থ ওভারে সৃষ্টি হয় নতুন বিতর্কের। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই যেন বিতর্ক। যার সূত্রপাত হয়েছিল নাগিন ডান্সের মধ্য দিয়ে, এরপর বিশ্বকাপে টাইমড আউট বিতর্কত রয়েছেই। আর এবার আল্ট্রা-এজ বিতর্কের শুরু হলো।

বিনুরা ফান্দান্দোর শর্ট লেংথের বলটা ঠিকঠাক খেলতে পারলেন না ব্যাটার সৌম্য সরকার। উইকেটের পেছনে কুশাল মেন্ডিসের গ্লাভসে যেতেই জোরাল আবেদন শুরু আর এতেই আঙুল তুলে দিলেন মাঠে থাকা আম্পায়ার গাজী সোহেল। কিন্তু সাথে সাথেই রিভিউ নেন ওপেনার সৌম্য সরকার।

বিজ্ঞাপন

এরপর কিছুসময় তাকিয়ে থাকলেন বড় পর্দার দিকে। সেখানে আল্ট্রা–এজে স্পাইক দেখার পর সাজঘরের দিকে হাঁটতেও শুরু করেছিলেন তিনি। চোখেমুখে তখনও আরেকটি সুযোগ নষ্ট করার একরাশ হতাশা। তবে সেই হতাশা কিছুক্ষণের মধ্যেই আনন্দে রূপ নেই। কারণ আল্ট্রা-এজে স্পাইক দেখানোর পরেও টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান ঘোষণা করলেন, বল ব্যাটে লাগেনি। তাই কার্যত মাঠের আম্পায়ারের সিদ্ধান্তও বদলে যায়।

বিজ্ঞাপন

ম্যাচের থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল জানালেন, স্পাইক দেখানোর সময় বল এবং ব্যাটের মধ্যে দূরত্ব রয়েছে। তাই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেন এই আম্পায়ার। ফলে রিভিউ নিয়ে এ যাত্রায় বেঁচে গেলেন সৌম্য সরকার।

বিজ্ঞাপন

টিভি আম্পায়ারের এমন সিদ্ধান্তের কারণে সন্তুষ্ট হতে পারেনি টিম শ্রীলঙ্কা। এমনকি অনফিল্ড আম্পায়ারকে ঘিরে ধরে তর্কেও জড়ায় ক্রিকেটাররা। মাঠে যখন ছাত্ররা প্রতিবাদ জানাচ্ছিলেন, মাঠের বাইরে তাদের কোচ ক্রিস সিলভারউডও বসে থাকেননি। ড্রেসিংরুম থেকেই বেরিয়ে শরণাপন্ন হন চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদের নিকট। যদিও তাতে কোনো কিছুই বদলায়নি। এরপরই আবার খেলা শুরু হয়ে গেছে।

বিজ্ঞাপন

অবশ্য থার্ড আম্পায়ারের ‘বিতর্কিত’ সিদ্ধান্তে নতুন জীবন পাওয়ার পরেও নিজের ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকার। ব্যক্তিগত ১৪ রানের মাথায় রিভিউ নিয়ে বেঁচে যাওয়ার পরও পেসার পাথিরানার শিকার হয়ে মাঠ ছেড়েছেন তিনি। ড্রেসিংরুমে ফেরার আগে ২২ বলে করেছেন ২৬ রান।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই যেন একের পর এক বিতর্কের সৃষ্টি। যার সর্বশেষ সংযোজন গত ওয়ানডে বিশ্বকাপের টাইমড আউট। এর আগে নিদহাস ট্রফিতে নাগিন ডান্স দুই দলের মহারণে এটাযেন ট্রেডমার্ক হয়ে আছে। যে কারণে সমর্থকদের মাঝেও আলাদা উত্তেজনা রয়েছে দুই দলের এই লড়াই ঘিরে। সৌম্যর আজকের এই নট আউটের ঘটনাকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা হতে পারে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD