Logo

স্টাম্পে লাথি, ৩ বছর পর মুখ খুললেন সাকিব

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুন, ২০২৪, ০৫:২০
52Shares
স্টাম্পে লাথি, ৩ বছর পর মুখ খুললেন সাকিব
ছবি: সংগৃহীত

স্টাম্পে লাথি মারা নিয়ে সাকিব আল হাসান বলেন, যেটা হয়েছে

বিজ্ঞাপন

সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সব থেকে সফল, প্রতিবাদী এবং বিতর্কিত ক্রিকেটার বলা হয় । কারণ, তার ক্যারিয়ার জীবনে দুর্দান্ত পারফরম্যান্স করে নাম্বার ওয়ান হয়েছেন তেমনি আবার বিভিন্ন সময়ে বিতর্কিত হয়ে খবরের পাতায় শিরোনাম হয়েছেন তিনি। এ ছাড়া দলের প্রয়োজনে প্রতিবাদ করতেও ছাড়দেন না তিনি। এমনকি ভুল হলে বিসিবির বিপক্ষে কথা বলতেও কখনও ভাবেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার।

মনে পড়ে? সালটা ২০২১, সাকিব আল হাসান সেবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলেছিলেন। সেই মৌসুমে আবাহনীর বিপক্ষে একটি ম্যাচে আম্পায়ারের ওপর ক্ষুদ্ধ হয়ে স্টাম্পে লাথি মেরেছিলেন সাকিব। যা নিয়ে সে সময় তুমুল আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে তখন এ নিয়ে চুপ ছিলেন তিনি তবে এই ঘটনার তিন বছর পর মুখ খুলেছেন সাকিব আল হাসান। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডি’তে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ‘সাকিব আল হাসান, বিশ্বকাপ স্পেশাল’ নামে একটি বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে।

যেখানে ক্যারিয়ারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন সাকিব আল হাসান। কথা বলেছেন ক্যারিয়ারের নানা বিতর্কিত বিষয় নিয়েও। যেখানে উঠে এসেছে ২০২১ সালে ঘরোয়া লিগে স্ট্যাম্পে লাথি মারার ঘটনাও।

বিজ্ঞাপন

স্টাম্পে লাথি মারা নিয়ে সাকিব আল হাসান বলেন, যেটা হয়েছে (স্টাম্পে লাথি মারা) অবশ্যই আইডিয়াল কিছু না, না হওয়াই উচিত ছিল। তবে একদম হিট অব দ্য মোমেন্ট। কোনো কিছু চিন্তা করে না, কোনো ইয়ে.. থেকে না। আম্পায়ার যখন আউট দেয়নি, আমি তো আপিল করেছিলাম।

বিজ্ঞাপন

‘নরমালি মাটিতে কিক করি আমি মাঝে মাঝে। সামনের ওপর স্টাম্পটা পড়ছে। স্টাম্প থেকে দূরে থাকলে মাটিতেই কিকটা হত, স্টাম্পে লেগে গেছে। জিনিসটা এমনই, এখন দেখলে হাসিই আসে।’

বিজ্ঞাপন

সাকিবের ওই ঘটনার পর আম্পায়ার ইস্যুতে টনক নড়ে বিসিবির। পরের বছরগুলোতে বিতর্ক কম হয়েছে ডিপিএলের ম্যাচে। সম্প্রতি আম্পায়ারদের নিয়ে বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পও করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD