Logo

‘বাংলাদেশে খুব কম সংখ্যক আন্তর্জাতিক মানের খেলোয়াড় আছে’

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুলাই, ২০২৪, ০২:১৬
35Shares
‘বাংলাদেশে খুব কম সংখ্যক আন্তর্জাতিক মানের খেলোয়াড় আছে’
ছবি: সংগৃহীত

যখন বাদ পড়া ইস্যু নিয়ে চিন্তা করি তখন আরও বেশি খারাপ লাগে। তখন আমার কাজেও ব্যঘাত ঘটে এজন্য কাজ করতে থাকি সুযোগ আসবে

বিজ্ঞাপন

মোহাম্মদ সাইফউদ্দিন ২০২২ সালে ইনজুরিতে পড়ার পর দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে ছিলেন। চলতি বছর বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে জায়গা করে নিয়েছিলেন জাতীয় দলে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন টাইগার স্কোয়াডে। আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তার। 

বিজ্ঞাপন

রবিবার (৭ জুলাই) মিরপুরে অনূর্ধ্ব ১৯ দলের ক্যাম্পের ক্রিকেটারদের সঙ্গে করেছেন অনুশীলন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন সাইফউদ্দিন। জানান বাদ পড়ার পর বেশি চিন্তা করলে খারাপ লাগে, 'অনূর্ধ্ব ১৯ থেকে জীবনের সাথে ইউজড টু হয়ে গিয়েছি। এজন্য আসলে খুব বেশি খারাপ লাগে না। চেষ্টা করি যখনই সুযোগ পাই ভালো খেলার চেষ্টা করি। প্র্যাকটিসের উপরেই থাকি। যেহেতু এখন ফ্যামিলিও হয়েছে যখন একসাথে থাকি তখন খুব বেশি নেগেটিভ চিন্তা মাথায় আসে না। যখন বাদ পড়া ইস্যু নিয়ে চিন্তা করি তখন আরও বেশি খারাপ লাগে। তখন আমার কাজেও ব্যঘাত ঘটে এজন্য কাজ করতে থাকি সুযোগ আসবে।'

বিজ্ঞাপন

বাংলাদেশে আন্তর্জাতিক মানের খেলোয়ার খুব বেশি বেশি নেই, যে কারণে কম্পিটিশনের সুযোগও কম বলে মনে করেন তিনি।

বিজ্ঞাপন

সাইফউদ্দিন বলেন, ‘সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম আন্তর্জাতিক মানের ২০ থেকে ২৫ জনের বাইরে, ওরকম প্লেয়ার নেই। আমি যদি ফিট থাকি সুযোগ আসবে। অন্যান্য দেশে যদি দেখেন অনেক বেশি কম্পিটিশন, আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক আন্তর্জাতিক মানের খেলোয়াড় আছে ২০ থেকে ২৫ জন যতটুকু আমি মনে করি।’

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD