Logo

ছাত্র আন্দোলনের পক্ষে আছি, ছিলাম ও থাকব: আশরাফুল

profile picture
জনবাণী ডেস্ক
৪ আগস্ট, ২০২৪, ০৩:৩৩
86Shares
ছাত্র আন্দোলনের পক্ষে আছি, ছিলাম ও থাকব: আশরাফুল
ছবি: সংগৃহীত

আপনার দেশের শিক্ষার্থী তথা তরুন সমাজ সর্বোপরি দেশের সকল শ্রেণি-পেশার মানুষ আপনার অহংকার আর তাদের সাপোর্ট ও ভালোবাসাই আজ আপনি তারকা, মহাতারকা।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে উত্তাল গোটা দেশ। ঢাকা, খুলনা, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশজুড়ে চলছে জোর আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া এই আন্দোলনে যুক্ত হয়েছে ৯ দফা দাবি। ফেসবুকে নিজেদের প্রোফাইল থেকে সংহতি দেখিয়েছেন অনেক ক্রিকেটাররা। এবার ছাত্র আন্দোলনের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন দেশের   অন্যতম সেরা  মোহাম্মদ আশরাফুল 

শনিবার (৩ আগস্ট) নিজের ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছেন দেশের ক্রিকেটের সাবেক এই অধিনায়ক। লিখেছেন ‘আমি চাই, শুধু কোটার বৈষম্য নয় বরং দেশে বিরাজমান সকল সংকট ও বৈষম্যে মুক্তি পাক।’ 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমান ক্রিকেটারদের যারা ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আশরাফুল লিখেছেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আজ আপনি যতবড় ক্রিকেটার বা স্টারই হোন না কেন, আপনার দেশ, আপনার দেশের শিক্ষার্থী তথা তরুন সমাজ সর্বোপরি দেশের সকল শ্রেণি-পেশার মানুষ আপনার অহংকার আর তাদের সাপোর্ট ও ভালোবাসাই আজ আপনি তারকা, মহাতারকা।

অনেককেই দেখলাম শিক্ষার্থীদের হতাহতে, গ্রেপ্তারে ও মৃত্যুতে সহানুভূতি, সমবেদনা জানিয়ে পাশে থাকার ডিরেক্ট/ইনডিরেক্ট পোস্ট দিয়েছেন আমাদের ক্রিকেটাঙ্গন থেকে। তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ।’ 

বিজ্ঞাপন

যোগ করে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, বড়বড় তারকারা যারা এখনো আপনাদের সাথে যুক্ত হননাই, তারা হয়তো বিশেষ অসুবিধার মধ্যেই আছেন, হয়তোবা যোগদিবেন অতি দ্রুতই আপনাদের সাথে, আপনাদের নৈতিক আন্দোলনের সাথে।’  

বিজ্ঞাপন

নিজের অবস্থান পরিষ্কার করে সাবেক এই অধিনায়কের বক্তব্য, ‘আমার ব্যক্তিগত অবস্থান, বৈষম্যবিরোধী ন্যায়ভিত্তিক চলমান ছাত্র আন্দোলনের (পরিস্কারভাবেই) পক্ষে আছি, ছিলাম ও থাকব ইনশাআল্লাহ।’ 

বিজ্ঞাপন

আশরাফুলের ভাষ্য, ‘আমি কয়েকমাস ধরে মাইনর কাউন্টি খেলার জন্য ইংল্যান্ডে আছি, নেট-যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো তাই আপনাদের মহতি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলে সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে দেরি হয়ে গেল। তারজন্য আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি।’ 

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD