১৯০ রান করেও বাংলাদেশকে হারানোর বিশ্বাস ছিল আফগানদের

প্রথম দুই ওয়ানডে হেরে বাংলাদেশ সিরিজে আফগানিস্তানের কাছে হার মানতে বাধ্য হলো।
বিজ্ঞাপন
শনিবার (১১ অক্টোবর) আবুধাবিতে খেলা ম্যাচে আগে ব্যাটিং করে আফগানিস্তান ১৯০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইবরাহিম জাদরান একাই ৯৫ রান করেন। তবে এই রান তাড়া করতে পারলো না বাংলাদেশ, তারা মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায় এবং ৮১ রানের বড় ব্যবধানে হারে।
ম্যাচ শেষে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি বলেন, “সিরিজ জিতে আমি খুব খুশি। জাদরান অসাধারণ খেলেছে। উইকেট সহজ ছিল না। আমি ভেবেছিলাম ২২০–এর মতো স্কোর ডিফেন্ড করা সম্ভব হবে। কিন্তু এমনকি ১৯০ রান করে আমরা বলেছি, আমাদের বোলাররা তাদের লক্ষ্য পূরণ করতে দেবে না।”
বিজ্ঞাপন
শহীদি বোলিং ইউনিটের কাজের প্রশংসা করেন, “বোলাররা দারুণ বোলিং করেছে। ওমরজাই শুরুতে অসাধারণ গতি আনেছে। ষষ্ঠ ওভারে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কি সে চালিয়ে যেতে চায়, সে আত্মবিশ্বাসীভাবে ‘হ্যাঁ’ বলেছে।”
তিনি আরও যোগ করেন, “এই স্পিনিং উইকেটে ওমরজাই এবং রশিদ অসাধারণ বোলিং করেছে। রশিদ একজন বিশ্বমানের বোলার, দলের জন্য সবসময় গুরুত্বপূর্ণ অবদান রাখে। পাঁচ উইকেট নেওয়ার জন্য তাকে অভিনন্দন।”