ভারতের পরাজয়ে বাংলাদেশের এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ

এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা ছিল বাংলাদেশের, কিন্তু সেই স্বপ্ন শেষ হয়ে গেছে প্রতিবেশী ভারতের পরাজয়ের কারণে।
বিজ্ঞাপন
হংকংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর বাংলাদেশের ছোট্ট সুযোগটিও শেষ হয়ে যায়, যখন ভারত সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হারায়। ফলে জামাল ভূঁইয়া নেতৃত্বাধীন জাতীয় দল এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্বে খেলতে পারবে না।
‘সি’ গ্রুপে নিজেদের চারটি ম্যাচ শেষ করার পরও বাংলাদেশ প্রতিক্ষা করছিল অন্য ম্যাচের ফলাফলের দিকে। ভারত সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে ১৪ মিনিটে এগিয়ে গেলেও সিঙ্গাপুরের সং উই-ইয়ংয়ের জোড়া গোলে ভারত ২-১ ব্যবধানে হেরে যায়।
বিজ্ঞাপন
এই ফলাফলের পর ‘সি’ গ্রুপে বাংলাদেশ এবং ভারতের পয়েন্ট দুইই ২, ফলে উভয় দলই মূল পর্বের টিকিটের দৌড় থেকে বাদ পড়েছে। এখন গ্রুপ থেকে মূল পর্বে খেলার লড়াইয়ে টিকে আছে হংকং ও সিঙ্গাপুর। দুই দলই চার ম্যাচ শেষে ৮ পয়েন্টে সমানে রয়েছে। আগামী মুখোমুখি ম্যাচেই নির্ধারিত হবে কোন দল ‘সি’ গ্রুপ থেকে চূড়ান্ত পর্বে জায়গা পাবে।