Logo

মেলবোর্ন টেস্টের পিচ নিয়ে আইসিসির কঠোর রায়

profile picture
ক্রীড়া ডেস্ক
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৪:৫০
7Shares
মেলবোর্ন টেস্টের পিচ নিয়ে আইসিসির কঠোর রায়
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্ট ম্যাচের পিচ নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

বিজ্ঞাপন

দুই দলের ক্রিকেটার থেকে কিউরেটর—সবারই মন্তব্য একইরকম: পিচ হতাশাজনক ছিল। পার্থের মতো খেলা দ্রুত শেষ হওয়ায় ব্যাটাররা অবিশ্বাস্যভাবে অসহায় হয়ে পড়েছেন।

বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এ বিষয়ে জানিয়েছে, মেলবোর্নের পিচ “অসন্তোষজনক” এবং ভেন্যুটি ডিমেরিট পয়েন্ট পেয়েছে। আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো জানিয়েছেন, “এমসিজি পিচ বোলারদের একেবারেই সহায়তা করেছে। প্রথম দিনে ২০ উইকেট পড়েছে, দ্বিতীয় দিনে ১৬। কোনো ব্যাটারই হাফ সেঞ্চুরি করতে পারেনি। গাইডলাইন অনুযায়ী পিচের মান অসন্তোষজনক।”

বিজ্ঞাপন

খেলার সংক্ষিপ্ত বিবরণ: ইংল্যান্ড টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায়। জশ টাংয়ের দুর্দান্ত বোলিংয়ে অজিরা প্রথম ইনিংসে ১৫২ রানে অলআউট হয়। প্রথম দিনেই ইংল্যান্ডও ১১০ রানে অলআউট হয়, যা মাত্র ৩০ ওভারে। দ্বিতীয় ইনিংসেও বোলারদের আধিপত্য বজায় থাকে; অস্ট্রেলিয়া ১৩২ রানে অলআউট হয়। ম্যাচের সর্বোচ্চ ব্যাটিং স্কোর ছিল ট্রাভিস হেডের ৪৬ রান। ইংল্যান্ড ১৭৫ রানের লক্ষ্য মাত্র ৩২.২ ওভারে পূর্ণ করে জয়ী হয়, হারায় ছয় উইকেট। ম্যাচটি ছিল ১৪২ ওভারের এবং দুই দিনের মধ্যে পড়েছে মোট ৩৬ উইকেট, কোনো ব্যাটারও ফিফটি করতে পারেনি।

এই জয়ের মাধ্যমে ইংল্যান্ড ১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জিতেছে। এছাড়া, প্রথম তিন ম্যাচ জয় করে ইতোমধ্যে অজিরা অ্যাশেজ সিরিজ নিশ্চিত করেছে। সিরিজের শেষ ম্যাচ হবে সিডনিতে ৪ জানুয়ারি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD